লোকসভা নির্বাচনে সাত দফার ভোটের নির্ঘণ্ট নির্ধারণ হয়ে গিয়েছে। রবিবার দিল্লীর বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনে নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করার সময় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ঘোষণা করেন, এবার প্রতিটি ইভিএমে দলীয় প্রতীকের পাশাপাশি থাকবে প্রার্থীর ছবি। পাশাপাশি তিনি জানিয়েছেন, “এই প্রথম দেশের সব ভোটগ্রহণ কেন্দ্রে ভিভিপ্যাট রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর ফলে একজন ভোটার কাকে ভোট দিচ্ছেন, তাঁর ভোট সঠিক জায়গায় পড়ল কি না, সেটাও তিনি দেখে নিতে পারবেন”।
এবার লোকসভা নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হতে চলেছে ইভিএমের প্রার্থীর ছবি। অনেক মানুষ আছেন যারা প্রার্থীর দলীয় প্রতীক দেখেই ভোট দেন। সেক্ষেত্রে প্রার্থীর ছবি ইভিএমে থাকলে তাঁদের সুবিধা হবে। কাকে ভোট দিতে চান সেটা দেখেই তাঁরা ভোট দিতে পারবেন।
সুনীল অরোরা সব রাজনৈতিক দলকে সচেতন হতে বলেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনো রাজনৈতিক দল তাদের প্রচারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না, সে বিষয়ে নজরদারি চালাবে নির্বাচন কমিশন। তো তা নজরদারি করবে। নির্বাচনী প্রচারপত্রে কোনওভাবেই কোনও ব্যক্তিত্ব-সহ কোনও নিরাপত্তারক্ষীদের ছবি ব্যবহার করা যাবে না। কোনো অভিযোগ বা কোনো অনিয়ম নজরে পড়লে কমিশন ১০০ ঘন্টার মধ্যে উপযুক্ত ব্যবস্থা নেবে। ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে চালু হয়ে গেল এইসব আদর্শ নির্বাচনী আচরণবিধি।