এই আরএসএস নেতা যেন নীরব মোদীর ক্ষুদ্র সংস্করণ।
ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন আরএসএসের ডাকাবুকো নেতা তথা আসাম রাজ্য ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান অমল বৈশ্য। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জাল নথির মাধ্যমে ৫০ লাখ টাকা প্রতারণার। অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার আগেই আত্মসমর্পণ করেন। আরএসএস নেতাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেন ব্যুরো অফ ইনভেস্টিগেশন অফ ইকনমিক অফেন্স (বিআইইও)-এর তদন্তকারীরা।
অভিযোগ, ভুয়ো নথি দাখিল করে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই) থেকে ৫০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন আরএসএস নেতা। মন্টু বৈশ্য নামে একজন দিনমজুরের নথি নাকি জমা দিয়েছিলেন তিনি। তাঁকে সহায়তা করেন ব্যাঙ্ক ম্যানেজার যাদব শীল। যাদব অবশ্য আগেই আত্মসমর্পণ করেন। বিআইইও সূত্রে খবর, বারবার নোটিস পাঠালেও এএসএসআইডিসির চেয়ারম্যান তাদের আমল দেননি। তাই এদিন তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, শুক্রবারই আসামের চাকরি কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। চাকরি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে সোচ্চার বিজেপিরই একটি অংশ। তাই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়েছেন। আর তারপর দিনই ব্যাঙ্ক জালিয়াতির দায়ে আরএসএস কর্তাকে গ্রেফতার করা হয়েছে।
