লোকসভা ভোটের আগেই আরও একটা পুলওয়ামার মতো হামলা হতে পারে। এমনই বিতর্কিত মন্তব্য করলেন মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা সুপ্রিমো রাজ ঠাকরে।
এমএনএসের ১৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এই মন্তব্য করেন রাজ ঠাকরে। তিনি বলেন, ‘ঠিক পুলওয়ামার মতোই আরেকটা হামলা আগামী মাস দু’য়েকের মধ্যেই সংগঠিত হবে।’ রাজ ঠাকরে মনে করছেন, ‘লোকসভা নির্বাচন কাছাকাছি এলেই ফের বিধ্বংসী হামলার আয়োজন করা হবে দেশে।’
রাজের কথায়, ‘আমার কথাগুলো মিলিয়ে নেবেন। যাবতীয় সব সমস্যা থেকে মানুষের মনোযোগ সরিয়ে ফেলে দেশপ্রেমের বাতাবরণ তৈরি করতে আগামী দুই মাসে লোকসভা নির্বাচনের সময় অন্য আরেকটি পুলওয়ামার মতোই আক্রমণের আয়োজন করা হবে।
রাজের প্রশ্ন, ‘ভারতের বিমান হানায় কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব কেন?’ এমনকী উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এত সহজে কী ভাবে ফিরে এলেন, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। নির্বাচন জেতার জন্য পর পর মিথ্যা কথা বলে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাও বলেন রাজ।
রাজ ঠাকরের অভিযোগ, ‘ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ইস্যু সহ তাঁদের সকল নীতিতে সাংঘাতিকভাবে ব্যর্থ হয়েছেন। ফলে জনগণের ভোট পেতে এখন তাঁদের হাতিয়ার এই দেশপ্রেমই।’
