ফের স্বপ্নপূরণে ব্যর্থ ইস্টবেঙ্গল৷ ১৫ বছর ধরে আইলীগ পাওয়ার স্বপ্ন পূরণ হল না এবারেও৷ আজ গোকুলমের বিরুদ্ধে ম্যাচ জিতলেও আইলীগের ট্রফি জেতা হল না লাল-হলুদ খেলোয়াড়দের৷ অন্যদিকে কোয়ম্বাতুরে চেন্নাই সিটি এফসি শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে ফিরে এসে মিনার্ভাকে ৩ গোল দিয়ে জিতে নিল আইলীগ৷
গোকুলমের বিরুদ্ধে ফিকে লাগছিল ইস্টবেঙ্গল মাঝমাঠকে। আলেহান্দ্রো যতই বলুন, ফাইনালের চাপ বোঝা যাচ্ছিল ফুটবলারদের মধ্যে। নইলে কেরালার অ্যাটাকিং থার্ডে এসে লালডানমাওয়াইয়া, ব্র্যান্ডনরা যেরকম ভুল পাস দিলেন, তা অবিশ্বাস্য। নিষ্প্রভ দেখাচ্ছিল মেক্সিকান এনরিকে এসকুইদাকেও। জবি জাস্টিনের অভাব টের পাওয়া যাচ্ছিল।
পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলছিল গোকুলম। ডিফেন্স মুজবুত রেখে আক্রমণে উঠছিলেন জোসেফরা। তার মধ্যেই ১৭ মিনিটের মাথায় জোসেফের বুলেট শট দুরন্ত বাঁচান রক্ষিত ডাগর। ৩৭ মিনিটের মাথায় সুযোগ চলে আসে ইমানুয়েলের সামনে। কিন্তু সে ক্ষেত্রেও ডাগরের সাহসী গোলকিপিং বাঁচিয়ে দেয় ইস্টবেঙ্গলকে।
দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণে আসে ইস্টবেঙ্গলক। ওয়ান টাচ পাস খেলে গতি বাড়িয়ে দেয় লালরিনডিকা, কোলাডোরা। এগিয়ে যাওয়ার সুযোগও ছিল ইস্টবেঙ্গলের, ৬১ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ডিডিকার শট পোস্টে লেগে ফেরে। তারপর কয়েক মিনিটের মধ্যেই বেশ কয়েকটি সুযোগ তৈরি হয়। কিন্তু সামাদ, এনরিকেরা সেই সুযোগ থেকে ফসল তুলতে ব্যর্থ তাই এবারেও নিভে গেল লাল-হলুদ মশাল৷