মহারাষ্ট্রের বিজেপি মুখপাত্রের অপমানজনক টুইটের জবাব দিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, তাঁদের দলের লোকরাও হেনস্থা করতে পারেন, কিন্তু তাঁরা হিন্দু বলে তাঁরা সেই কাজ করবেন না।
ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের বিজেপি মুখপাত্র অবধূত ওয়াঘের একটি টুইট থেকে। সেখানে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাকিস্তানের কর্নেল বলে মন্তব্য করেছিলেন অবধূত। লিখেছিলেন, ‘পাকিস্তান সেনার এক সিক্রেট কর্নেল ভারতে লুকিয়ে পাকিস্তানের জন্য কাজ করছে। তার নাম আল- হারামি-বিন-কমীনা-মহম্মদ-কঞ্জরওয়াল-খান’’। এরপর হ্যাশট্যাগ দিয়ে অরবিন্দ কেজরিওয়াল লেখেন তিনি। এটা থেকে স্পষ্ট যে বিজেপি মুখপাত্রের আক্রমণের লক্ষ্য দিল্লীর মুখ্যমন্ত্রী।
এই টুইটেরই প্রতিবাদ করে আপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি টুইটারে ওই ব্যক্তিকে ফলো করেন। ওই ব্যক্তি আপনার হাতের পুতুল। তিনি বিজেপির দপ্তরের কর্মী। আমরাও হেনস্থা করতে পারি। কিন্তু আমরা হিন্দু। আর আমাদের সংস্কৃতি অন্যকে হেনস্থা করতে শেখায়নি।’ তিনি বিজেপি মুখপাত্র অবধূত ওয়াঘের অপমানজনক টুইটটিও শেয়ার করেন।
আম আদমি পার্টি নেত্রী প্রীতি শর্মা বিজেপি মুখপাত্রকে গণতন্ত্রের নামে লজ্জা বলে উল্লেখ করেছেন। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, তিনি বলেন, ‘মহারাষ্ট্রের সাধারণ মানুষের মনে ধর্ম নিয়ে ঘৃণা ও হিংসা ছড়ানোর চেষ্টা করার জন্য তাঁর বিরুদ্ধে মহারাষ্ট্র পুলিশের পদক্ষেপ নেওয়া উচিত’।
