গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সম্মান জানানোর দিন ছিল কাল। যদিও সম্মান জ্ঞাপন করতে কোনও দিন লাগেনা। তবুও কাল যখন সোশ্যাল মিডিয়া ভরে উঠছিল নারীদিবস সম্পর্কিত পোস্টে, ঠিক তখনই আবার সামনে এল নারী নির্যাতনের ঘটনা। প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে বিবস্ত্র করে মারধোর করে ব্লেড দিয়ে চিরে দেওয়া হল তাঁর শরীর।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গাঁধী নগর এলাকায় বৃহস্পতিবার। রাস্তায় একটি কিশোরীকে পিটিয়ে সম্পূর্ণ বিবস্ত্র করার পর তার শরীর ব্লেড দিয়ে কাটাছেঁড়া করে এক মাদকাসক্ত যুবক। যখন রক্তে ভেসে যাচ্ছে কিশোরী, তখন তার ভিডিয়োও তোলা হয়। ১৬ বছর বয়সী কিশোরীর আর্তনাদ শুনে পথচারীরা ছুটে এসে তাকে বাঁচান। মাদকাসক্ত ওই যুবককে গণপ্রহারের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শিশু নিগ্রহের দায়ে ধৃত যুবকের বিরুদ্ধে ‘পস্কো’ আইনে মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে খবর হায়দরাবাদের যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেখানে অনেকগুলি স্কুল, কলেজ রয়েছে। রয়েছে বেশ কয়েকটি ছাত্রাবাসও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছাত্রদের একাংশের মধ্যে মাদক সেবনের অভিযোগ অনেক দিনের। এর আগেও তাঁরা এ ব্যাপারে বিভিন্ন ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা আবারও দেখিয়ে দিল নারী নির্যাতন বন্ধ করা নিয়ে যতই প্রচার চালানো হোক, সমস্যা আছে সেই তিমিরেই।