আই লিগের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছিল মোহনবাগান। সুপার কাপই যে এখন প্রধান লক্ষ্য তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছিলেন কোচ খালিদ। তবুও শেষ ম্যাচ জিতেই এই বারের মত আই লিগ অভিযান শেষ করল মোহনবাগান।
এ বারের আই লিগে লাজং এফসি রেকর্ড সংখ্যক গোল খেয়েছে। ১৯ ম্যাচে ৫৩ গোল। অবনমনও হয়ে গিয়েছে। কোনও বিদেশি নেই। সবই অ্যাকাডেমির ফুটবলার। তবুও কোচ যথেষ্ট ছিলেন সাবধানী এই ম্যাচ নিয়ে। তাই ৩-২ গোলে ম্যাচ জিতল দিপান্দা ডিকাদের দল।
পেনাল্টি থেকে গোল করে সবুজ-মেরুন ব্রিগেডকে এগিয়ে দিয়েছিলেন দিপান্দা ডিকা। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে সমতা ফেরান লাজংয়ের বুয়াম। এর পরে ৭৮ মিনিট পর্যন্ত মোহনবাগান পিছিয়েই ছিল। ৫৩ মিনিটে বুয়াম এগিয়ে দেন লাজংকে। মোহনবাগানকে ম্যাচে ফেরান সনি নর্দে। মরসুমের শুরুতে ‘হাইতিয়ান ম্যাজিশিয়ান’কে এনে চমক দিয়েছিলেন কর্তারা। প্রত্যাবর্তনেই গোল পেয়েছিলেন ‘এসএন ৫০’। আইলিগের শেষ ম্যাচে গোল পান তিনি। ৮৮ মিনিটে ব্রিটোর গোলে এগিয়ে যান সবুজ-মেরুন ব্রিগেড। সেই গোল আর শোধ করা সম্ভব হয়নি শিলং লাজংয়ের পক্ষে। ২০ ম্যাচে ২৯ পয়েন্টে এবারের আই লিগ শেষ করল শতাব্দীপ্রাচীন ক্লাব।