আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে বিদায় নেবেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপ খেলার পর অবসর যাপন করবেন মাহি সেই নিয়ে ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে। ভারতের আরেকজন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বক্তব্য, বিশ্বকাপের পরেও মাহি খেলা চালিয়ে যেতে পারেন। মহারাজ মনে করেন ফর্ম থাকলে বয়স কোনও ফ্যাক্টর নয়।
শিখর ধাওয়ানের অফ-ফর্ম নিয়ে সৌরভ বলেছেন, “ওপেনিং জুটি নিয়ে কখনই বেশি পরীক্ষা-নিরীক্ষা করা উচিত নয়। প্রয়োজনে লোকেশ রাহুলকেও কাজে লাগানো যেতে পারে”। বিরাট কোহলিকে তিন নম্বরে ব্যাট করার পরামর্শ দিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, “বিরাট বড় ব্যাটসম্যান। ওর তিন নম্বরেই ব্যাট করা উচিত। রায়াডু চার নম্বরে, ধোনির পাঁচ নম্বরে ও কেদার ছ’নম্বরে ব্যাট করলে ভালো হবে”। ভারতের বর্তমান পেস বিভাগের প্রশংসা করে সৌরভ বলেছেন, “খুব ভালো পেস অ্যাটাক ভারতের। সেটা বুমরাহ হোক বা সামি, ভারতীয় পেসাররা কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় পেসাররা নির্ণায়ক ভূমিকা পালন করবে”। বিশ্বকাপে ভারতকে অন্যতম ফেভারিট মনে করলেও ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাও ভালো পারফর্ম করবে ধারণা মহারাজের।