বিজেপির টিকিটে প্রার্থীপদে দাঁড়াতে চান তিনি। হতে চান বিজেপি সাংসদ। তাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন কুম্মানাম রাজাশেখরণ। শুক্রবার মিজোরামের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তাঁর ইস্তফা গ্রহণও করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এমন নজিরবিহীন ঘটনার পরেই শুরু হয়েছে জোর আলোচনা।
এখন কুম্মানাম রাজাশেখরণ ফিরে যাচ্ছেন নিজের রাজ্য কেরালায়। সেখান থেকেই লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হতে চান তিনি। তবে কেরালার কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বীতা করবেন তা এখনও নিশ্চিত নয়। তবে জানা গেছে, শশী থারুরের লোকসভা কেন্দ্র তিরুঅনন্তপুরম থেকে তিনি বিজেপি’র প্রার্থী হবেন। গত ভোটে শশী থারুর ১৫ হাজার ভোটে জিতেছিলেন। কিন্তু ওয়াকিবহাল মহলের প্রশ্ন, বিজেপির সাংসদ পদে কী এমন ‘মধু’ আছে, যাতে রাজ্যপালের মতো সাংবিধানিক পদ ছেড়ে দিচ্ছেন রাজাশেখরণ?
এখন মিজোরামে নতুন করে কাউকে রাজপাল মনোনীত করা হয়নি। তবে সেখানে আসামের রাজ্যপাল জগদীশ মুখীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। এখন থেকে তিনিই মিজোরাম দেখবেন। ২০১৮ সালের মে মাসে রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয় কূম্মানাম রাজশেখরণকে। আর ২০১৯ সালের মার্চে পদত্যাগ করলেন তিনি।
