রাফালে তথ্য তাদের কে দিয়েছে, সেই গোপন খবর তারা কাউকে জানাতে বাধ্য নন। বিষয়টি নিয়ে কেউ তাদের চাপও দিতে পারেন না। এমনটাই দাবি করেছেন হিন্দু পাবলিশিং গ্রুপ চেয়ারম্যান এন রাম। তিনি বলেন, ‘তাঁরা সকলেই ভালভাবেই সুরক্ষিত। কেননা তাঁরা কেউই তথ্য চুরি করেননি’। এন রামের কথায়, ‘রাফালে চুক্তি একটি সম্পন্ন চুক্তি ছিল’।
সামনের সেপ্টেম্বরে প্রথম রাফালে যুদ্ধ বিমান আসবে ভারতে। এন রাম বলেন, ‘কেউ এই যুদ্ধ বিমানের গুণ নিয়ে কোনও প্রশ্ন করেনি অথবা কেনার প্রয়োজন নিয়ে প্রশ্ন করেনি’। প্রশ্ন উঠেছে, সিদ্ধান্ত নিয়ে আর চুক্তির শর্তাবলী নিয়ে। এন রাম রাফালে নিয়ে নিবন্ধের সিরিজ লিখেছেন। শেষেরটি লিখেছেন বুধবার। এন রাম প্রশ্ন করেছেন, ‘নতুন চুক্তি কি পুরনো চুক্তির থেকে ভাল, ভারতের আলোচনার অবস্থানে কোনও দ্বন্দ্ব কিংবা দুর্বলতা ছিল কিনা তা নিয়েই প্রশ্ন’। একইসঙ্গে তাঁর অভিযোগ, ‘সাধারণ মানুষের হাতে তথ্য যাওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছে সরকার’। শুধুমাত্র জনস্বার্থের কথা ভেবেই এই তথ্য প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
এই প্রসঙ্গে এন রাম বলেন, ‘সুপ্রিম কোর্টে যা হয়েছে, তা নিয়ে আমি মন্তব্য করব না। কিন্তু আমরা যা প্রকাশ করেছি, তা এখন প্রকাশিত। এগুলি খাঁটি নথিপত্র। চেপে রাখা হয়েছিল, বা লুকিয়ে রাখা হয়েছিল। তাই জনস্বার্থে এগুলি প্রকাশ করা হয়েছিল। তদন্তমূলক সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা সংবাদমাধ্যমের কর্তব্য। আমরা যা করেছি তা সম্পূর্ণ সুরক্ষিত – সংবিধানের ১৯(১) (এ) ধারায় বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা অনুযায়ী, তথ্যের অধিকার আইনের আনুষাঙ্গিক ধারা অনুযায়ী বিশেষত ৮ (১) (আই) ও ৮ (২) ধারায়।
