এবার প্রধানমন্ত্রীর দফতরের বিরুদ্ধে তদন্তের দাবি তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর মতে, রাফাল মামলা নিয়ে যখন প্রধানমন্ত্রী দফতরের নাম উঠছে তখন পিএমও-র বিরুদ্ধেও তদন্ত হোক। রাহুল প্রশ্ন তোলেন, ‘রাফায়েল ইস্যুতে তদন্ত করে দেখার কথা বলা হচ্ছে মিডিয়ার বিরুদ্ধে। কিন্তু যিনি নিজে ৩০, ০০০০ কোটি টাকার তছরুপের সঙ্গে যুক্ত তাঁর বিরুদ্ধে তদন্ত হবে না কেন?’ পাশাপাশি এদিনও এই যুদ্ধবিমান কেনা নিয়ে সমান্তরালভাবে প্রধানমন্ত্রী দরদাম করেছেন বলেও দাবি করেছেন রাহুল গান্ধী।
রাফাল নথি ফাঁস ও চুক্তির তছরুপ সম্পর্কে এদিন মন্তব্য করতে গিয়ে রাহুল বলেন, ‘যাঁরা অন্যায় করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত’। রাফালের নথি ফাঁস সম্পর্কে কংগ্রেস প্রেসিডেন্টের দাবি, ‘একদিকে আপনারা বলছেন, নথি নিখোঁজ,এটার মানে নথিগুলি সত্যি ছিল। আর সেখানেই স্পষ্টভাবে লেখা ছিল যে প্রধানমন্ত্রী সমান্তরালভাবে দরদাম করছিলেন। ‘
পাশাপাশি বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মেলনে রাফাল যুদ্ধবিমান ভারতে আসতে দেরি হওয়ার জন্য সরাসরি মোদিকেই দায়ী করেন রাহুল। তিনি বলেন, ‘রাফাল যুদ্ধবিমান ভারতে আসতে দেরি হচ্ছে মোদীর জন্যই’। তাঁর সাফ কথা, ‘এই সরকারের লক্ষ্যই হল সবকিছু গায়েব করে দেওয়া। আপনারাই বলছেন ফাইল চুরি হয়েছে। তাহলে ওই ফাইলটি সত্যিই ছিল। সরকারও স্বীকার করেছে যে চুরি হয়েছে, তার মানে তাতে যা লেখা ছিল সেটাকেও সত্যি বলে মেনে নেওয়া হবে’। এর সঙ্গে রাহুল যোগ করেন, ‘প্রধানমন্ত্রী যদি দোষ না করে থাকেন, তাহলে তিনি তদন্তে ভয় পাচ্ছেন কেন? তদন্ত হোক এবং সবার সামনে সত্যিটা বেরিয়ে আসুক’। এরপর পাকিস্তানের পোস্টার বয় সম্পর্কে মোদিকে খোঁচা দিয়ে রাহুলের জবাব, ‘মোদি পাঠানকোটে আইএসআই–কে নিয়ে এসেছিলেন। তিনি নিজে তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে শপথ অনুষ্ঠানে ডেকেছিলেন। পাকিস্তানে গিয়ে শরিফকে জড়িয়ে ধরেছিলেন। আসলে তিনিই পাকিস্তানের পোস্টার বয়।’
