মঙ্গলবার রাতে এসএসকেএম হাসপাতালে মারা যান মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণিদেবী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর নির্দেশেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বড়মার শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ব ঘোষণা মত বড়মার হাতে ডিলিট তুলে দিতে পারল না কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। বুধবার কোচবিহারে এই অনুষ্ঠান ছিল। এই অবস্থায় রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে আলোচনা করেন উপাচার্য। রাতের বিশ্ববিদ্যালয়ের কোর্ট সদস্যরা বৈঠকে বসেন, সেখানে ডিলিট সম্মান না দেওয়ার সিদ্ধান্ত হয়। অবশ্য সমাবর্তনের মঞ্চে বড়মা’র মৃত্যুতে শোকজ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। বড়মার হাতে ডিলিট না তুলে দিতে পেরে হতাশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তাঁর প্রতি শোকজ্ঞাপন করেই এদিন কোচবিহার উৎসব অডিটোরিয়ামে সম্পন্ন হয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বড়মার মৃত্যুতে শোক প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখার্জিও হতাশ।
সমাবর্তনের মঞ্চ থেকেই এ দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় বলেন, “বড়মার মৃত্যু অনেক বড় ক্ষতি। তিনি একজন মহিলা সমাজ সংস্কারক।” তিনি জানান, মরণোত্তর ডিলিট দেওয়ার নিয়ম নেই। বৈঠক করে বড়মা’কে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তা আর হল না। বড়মার বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা হবে।”