গত মঙ্গলবার নাগপুরে একদিনের ম্যাচে দ্বিতীয় বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওভারে নাটকীয় জয় পেয়েছে ভারত। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিততে পারলেই একদিনের সিরিজ জিতে যাবে কোহলি অ্যান্ড কোম্পানি। আর এই ম্যাচ হতে চলেছে ধোনির শহরেই। ভারতীয় ক্রিকেটে ধোনি-জমানা শুরু হওয়ার পর থেকেই রাঁচি জুড়ে সেই চেনা ছবি। কিন্তু ভারতীয় ক্রিকেট মহলে গুঞ্জন উঠেছে, ঘরের মাঠেই কেরিয়ারের শেষ ম্যাচটা শুক্রবার খেলবেন মাহি। কারণ বিশ্বকাপের পরই হয়তো অবসর নিতে চলেছেন এমএসডি। ২০১৯ বিশ্বকাপে ধোনি টার্গেট সেট করেছেন। তার পরই হয়তো ব্যাট ও বুটজোড়া তুলে রাখবেন। সেই হিসাব সত্যি হলে রাঁচিতে শুক্রবারই কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির।
মঙ্গলবার নাগপুরে অস্ট্রেলিয়াকে হারিয়ে বুধবার সকালেই রাঁচির উদ্দেশে রওনা হন কোহলিরা। রাঁচির বিমানবন্দরে ধোনি পা রাখা মাত্র তাঁকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আর হবে নাই বা কেন ঘরের ছেলে ঘরে ফিরেছে বলে কথা। বরাবরই ঘরের ছেলের আগমণ এভাবেই উদযাপন করেন রাঁচির ক্রিকেটপ্রেমীরা বিমানবন্দরে ধোনির ছবি তোলার জন্য ভিড় জমালেন ভক্তরা। ধোনি একইরকম তাপ-উত্তাপহীন মুখে স্মিত হাসি বজায় রেখে বিমানবন্দর ছাড়লেন।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে লিস্ট-A ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রান করেন ধোনি। এবার ঘরের মাঠে আরও একবার আন্তর্জাতিক ক্রিকেটে মাইলস্টোন ছোঁয়ার হাতছানি মাহির সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৬,৯৬৭ রান করেছেন ধোনি। শুক্রবার রাঁচিতে আর ৩৩ রান করতে পারলেই ১৭,০০০ রান পূর্ণ করে ফেলবেন এমএসডি। এর আগে পাঁচ জন ভারতীয় ক্রিকেটার এই কীর্তি গড়েছেন, তাঁরা হলেন বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি এবং বীরেন্দ্র সেওয়াগ।