গত ১৪ তারিখ পুলওয়ামা হামলার বদলা নেওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ ছিল ভারতের সেনাবাহিনী। সেই মতই ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় বায়ুসেনা বালাকোটের জইশ শিবিরে বোমা বর্ষণ করে। এই প্রত্যাঘাতে ঠিক কতজন জঙ্গী মারা গেছে সেই সংখ্যা জানতে চেয়েছেন অনেকেই। তাই সেই প্রমাণ কেন্দ্রকে দিল বায়ুসেনা। উপগ্রহ চিত্র দিয়ে ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ওই দিন ৮০ শতাংশ বোমাই নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে।
বায়ুসেনার ওই রিপোর্টে বলা হয়েছে, বালাকোটের ওই অভিযান সম্পূর্ণ সফল। রিপোর্টে দাবি করা হয়েছে, বায়ু সেনার মিরাজ-২০০০ যুদ্ধবিমানে অভিযান চালানো হয়। ওই যুদ্ধবিমানগুলিই ইজরায়েলি স্পাইস ২০০০ বোমা ফেলে আসে। এই বোমাগুলি বাড়ির ছাদ দিয়ে ঢুকে ভিতরে বিস্ফোরণ ঘটিয়েছে। ফলে ক্ষতি হয়েছে ভিতরে ভিতরে। এই সূত্রেই রিপোর্টে বায়ু সেনার দাবি, ৮০ শতাংশ বোমাই নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। যে কোনও অভিযানেই ২০ শতাংশকে সম্ভাবনা হিসেবে রাখা হয়। এক্ষেত্রেও সেটাই হয়েছে।
বায়ু সেনা সূত্রে জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি বালাকোটে অভিযানের ১২ পাতার একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করেছে বায়ু সেনা। তাতে হামলার বিস্তারিত তথ্যের সঙ্গে রয়েছে বেশ কিছু ‘হাই রিজোলিউশন স্যাটেলাইট ইমেজ’। ওই সময় ভারতের আকাশে থাকা একটি নজরদারি বিমান থেকে ‘রেডার ইমেজ’ও যুক্ত করা হয়েছে ওই রিপোর্টের সঙ্গে।