মঙ্গলবার নাগপুরের জামতা স্টেডিয়াম সাক্ষী থাকল এক অসামান্য মুহূর্তের। অস্ট্রেলিয়ার ইনিংস তখন সবে শুরু হচ্ছে। ক্রিজের কাছাকাছি চলে এসেছেন ধোনি, তখন দেখা গেল দৃশ্যটা। এক জন দর্শক ঢুকে পড়েছেন মাঠে। এবং এগিয়ে আসছেন ধোনির দিকে। ধোনি প্রথমে বুঝতে পারেননি। বুঝতে পেরেই সামনে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মার পিছনে গিয়ে প্রথমে লুকিয়ে পড়লেন। তার পরে দিলেন দে ছুট। পিছনে সেই দর্শকও। কিন্তু ধোনির ক্ষিপ্রতার কাছে হার মানতে হল সেই ভক্তকে। কয়েক পাক দৌড়ে অবশ্য ধোনি দাঁড়িয়ে পড়লেন। এবং সেই ভক্ত সুযোগ পেলেন তাঁর নায়ককে ছোঁয়ার। পা ছুঁলেন ধোনির। তিনিও সেই ভক্তকে বুকে টেনে নিলেন। এর পরে অবশ্য তৎপরতার সঙ্গে নিরাপত্তারক্ষীরা সেই দর্শককে বার করে নিয়ে যান।
ভক্তের ভালবাসা পেলেও ব্যাটে রান পাননি ধোনি। হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচেও ধোনির থেকে তেমনই একটা ইনিংসের প্রত্যাশা করেছিলেন আপামর ক্রিকেটপ্রেমী। কিন্তু সকলকে হতাশ করে প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফিরে গেলেন তিনি। একদিনের ক্রিকেটে ৯ বছর পর আবার গোল্ডেন ডাক ধোনির।
হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলার সময় সচিন, সৌরভ ও দ্রাবিড়কে ছুঁয়ে ফেলেন ধোনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে লিস্ট-A ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রান করেন ধোনি।তার আগে সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড় এই কীর্তি গড়েন। মঙ্গলবার নাগপুরে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও নজির গড়ার হাতছানি ছিল মাহির সামনে। ৩৩ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রান পূর্ণ করে ফেলতেন এমএসডি। কিন্তু প্রথম বলেই শূন্য রানে আউট ধোনি।