দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজের চেয়ে বেশী নিজের বিজ্ঞাপন করেন। বুধবার এই অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একসঙ্গে সরকারি প্রকল্পের উদ্বধন করে দিলেই তো হয়। আমি মোদীর মতো বাথরুম উদ্বোধন করতে যাই না। এত পাবলিসিটি কেন?’
এদিন একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের কর্মসূচিতে সাঁতরাগাছির আড়ুপাড়ায় গিয়েছিলেন মমতা। হিন্দী বিশ্ববিদ্যালয়, ৩০টি হেলিপ্যাড-সহ একাধিক প্রকল্পের কথা এ দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জানান, নবান্নের পিছনে নতুন করে তৈরি হবে স্বাস্থ্যভবন। এঁর জন্য তিন একর জায়গা ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে সরকার।
মোদী সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘নোটবন্দির পর দেশে দু’কোটি ছেলে-মেয়ে কাজ হারিয়েছে। বাংলায় সেখানে ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। কর্মসংস্থান তৈরিতে বাংলা দেশের মধ্যে সেরা’। তাঁর প্রশ্ন, ‘কাজ করলে প্রচারের কী দরকার?’ পুলওয়ামা কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে মমতা বলেন, ‘গুগলে গিয়ে সার্চ করে আমার ধর্ম দেখছে। আমার ধর্ম মানবতা। মানবতা জানো? আমি দাঙ্গা করতে দেব না। কিছুতেই না’।
নোটবন্দীর প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘আমিই প্রথম বলেছিলাম নোটবন্দী খারাপ। বলেছিল বিদেশে থাকা টাকা দেশে ফেরাবে। আর নোটবন্দী করে দেশের টাকা বাইরে পাঠিয়ে দিয়েছে’। প্রত্যয়ী সুরে বলেন, ‘মোদীবাবু আর অমিত শাহবাবুর সাইনবোর্ড উঠিয়ে দেবই’।
