‘মানুষ এখন চাইছে, সব কাজই সরকার করে দিক। যে সব কাজ হয়নি, তা নিয়ে সরকারের জবাবও চাইছে তারা। তবে এটা আমাদের দেশের ঐতিহ্য নয়।’ হ্যাঁ, ঠিক এই কথাই বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, দেশের সব কাজই সরকার করবে কেন! ‘সব কাজ’ করা নাকি দেশের ঐতিহ্যই নয়।
প্রসঙ্গত, শাসনকালের ৫ বছর পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রী তাঁর দেওয়া হাজারো প্রতিশ্রুতি পালন করেননি। এমনই অভিযোগ তুলছে গোটা দেশের বিরোধীরাই। এমনকি খানিকটা বিরোধীদের সুরে বিজেপির ভিতরে নিতিন গাডকরির মতো নেতারাও এ নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধতে শুরু করেছেন। তাই ভোটের মুখে ড্যামেজ কন্ট্রোলে নেমে মোদী বলেন, কাজ না হলে দেশের মানুষ যে ভাবে সরকারের কাছে জবাব চাইছে, তা দেশের ঐতিহ্যের বিরোধী।
গান্ধীনগর জেলার আদালাজ শহরে একটি মন্দিরের অনুষ্ঠানে মোদী দেশের বিভিন্ন কাজে সমাজের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মানুষ এখন চাইছে, সব কাজই সরকার করে দিক। যে সব কাজ হয়নি, তা নিয়ে সরকারের জবাবও চাইছে তারা। তবে এটা আমাদের দেশের ঐতিহ্য নয়। কারণ, অতীতে ধর্মশালা, গোশালা, পুকুর কাটা থেকে শুরু করে লাইব্রেরি প্রতিষ্ঠার মতো কাজ সমাজই করে এসেছে।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে বিরোধী ও দেশবাসীদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে, নিজের দায় এড়াতে এবং ‘কাজ না হওয়া’টাকে লঘু করে দেখাতেই এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী।