বই মানুষকে শিক্ষা দেয়। বই পড়েই অজানা জিনিসকে জানতে পারে সকলে। কিন্তু কখনও কখনও সেই বই-ই ভুল ধারণার জন্ম দেয়।কেরালা রাজ্য সরকারের ছাপানো দশম শ্রেণির সিলেবাসের বায়োলজি বইয়ের ২০১৬ সংস্করণে এইচআইভি নিয়ে এমনই ভুল শিক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। যে বই পড়ুয়াদের শেখাচ্ছে, বিয়ের আগে যৌনসম্পর্ক স্থাপন করলে, এইচআইভি ছড়ায়। একই ভাবে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক থেকেও এইচআইভির সংক্রমণ ছড়িয়ে পড়ে!
এইচআইভি ভাইরাসের সঙ্গে বিয়ে হওয়া-না-হওয়ার কোনও সম্পর্ক নেই। যৌন সংসর্গ ছাড়াও এইচআইভি-তে আক্রান্ত হতে পারেন অনেকেই। তবে কোনও বয়সেই বা কোনও অবস্থাতেই অসুরক্ষিত ও অবাধ যৌনসংসর্গ ঝুঁকির হতে পারে। এই মর্মে সঠিক শিক্ষা দেওয়ার জায়গায় বিয়ের আগে পরে এবং সম্পর্কের বৈধ-অবৈধ ঠিক করে দিয়ে ভুল তথ্য ছড়ানোর কোনও অধিকার নেই সরকারের।
কেরালার ডাক্তারদের অনেকেই জীববিদ্যার বই থেকে লাইন তুলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন, যুগল বিবাহিত কি না, এইচআইভি ভাইরাস তা জানবে কী করে? সম্পর্কটি বিবাহের নাকি বিবাহ-বহির্ভুত, তা-ই বা জানবে কী করে। দাবি করা হয়েছে, সামাজিক ট্যাবুর স্বার্থে সম্পূর্ণ ভুল জিনিস শেখানো হচ্ছে পড়ুয়াদের। যা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে সিলেবাস রচয়িতাদের।