‘বন্দে ভারত’ এক্সপ্রেস নিয়ে তুলোধোনা করায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্মসূত্র টেনে কটাক্ষ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
তামিলনাড়ুতে একটি তাপবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে পীযূষ গোয়েল বলেন, ‘অনেকেই চান, আমরা সবকিছু ইতালি থেকে আমদানি করি৷ অনেকে আমাদের ইঞ্জিনিয়ারদের ব্যর্থ ভাবেন। আমি মনে করি তাঁরা আসলে দেশকে সম্মান করেন না৷ দেশের মেধার ওপরেও তাঁদের কোনও আস্থা নেই। আমি তাঁদেরকে বলতে চাইব, আমরা আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের জন্য গর্বিত৷ বিশ্বের মধ্যে ভারতকে আমরা শ্রেষ্ঠ দেশে পরিণত করব’।
কিছুদিন আগেই সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ব্রেক ডাউন হয়ে যাওয়ায় তা নিয়ে কটাক্ষ করেছিলেন রাহুল৷ তিনি বলেছিলেন, ‘মোদিজি, আমার মনে হয় আপনার মেক–ইন–ইন্ডিয়া নিয়ে সত্যিই এবার ভাবা উচিত৷ বেশিরভাগ মানুষই জানেন, এই প্রজেক্ট ব্যর্থ হয়েছে।’ এমনকী টুইটটির সঙ্গে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের বিকল হয়ে পড়ার একটি তথ্যও সংযুক্ত করেন তিনি৷ আর তা সহ্য করতে না পেরে তেলেবেগুনে জ্বলে ওঠে রাহুলকে কুরুচিকরভাবে আক্রমণ করেন রেলমন্ত্রী গোয়েল।
