পুলওয়ামা বিস্ফোরণ বদলে দিয়েছে অনেক কিছু। এক লহমায় কেড়ে নিয়েছে ৪৪ জন জওয়ানের প্রাণ। এর জেরেই পিছিয়ে গেছে এক বাঙালি জওয়ানের বিয়ে। আর তাঁর সঙ্গেই পিছিয়ে গেল রাজস্থানের এক তরুণের বিয়ে। কারণ তাঁর হবু স্ত্রী থাকেন পাকিস্তানে।
রাজস্থানের বারমেঢ়ের খেজাদ কা পীর গ্রাম পাকিস্তানের সীমানার খুব কাছেই। এই গ্রামেরই বাসিন্দা মহেন্দ্র সিংহ। তাঁর বিয়ে ঠিক হয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের অমরকোট জেলার সিনোই গ্রামের ছগন কানওয়ারের সঙ্গে। বিয়ে উপলক্ষ্যে রাজস্থানের থর এক্সপ্রেসের টিকিট বুক করে রেখেছিলেন তিনি। রেলওয়ে সূত্রে খবর, দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণে ট্রেনটি বাতিল হওয়ার কথা। পাকিস্তানের লাহৌর থেকে ভারতের অটারী সীমান্ত পর্যন্ত চলে এই ট্রেনটি। কিন্তু এটি বাতিল হলে ৮ তারিখ বিয়ে করতে যেতে পারবেন না রাজস্থানের যুবক।
শুধু ট্রেন বাতিলই নয়। ভিসা সমস্যাতেও ভুগছেন মহেন্দ্র। পাকিস্তানের ভিসা পেতে মন্ত্রী গজেন্দ্র সিংহের সঙ্গেও কথা বলেছেন তাঁরা। তিনি বলেন, গজেন্দ্র সিংহের সহায়তায় পাঁচ জনের ভিসা পেয়ে গিয়েছেন তাঁরা। আত্মীয়-স্বজনকে আমন্ত্রণ জানানোও হয়ে গিয়েছে। কার্ড ছাপা তো হয়েইছে। বিয়ের সমস্ত আয়োজনও প্রায় সম্পূর্ণ। শুধু ৮ তারিখ বিয়ের অনু্ষ্ঠানে তিনি পৌঁছতে পারবেন না কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি বলেন, ‘‘শুধুমাত্র দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য আমার বিয়ে পিছিয়ে দিতে হচ্ছে’।