নাম না করে মোদী সরকারের সমালোচনা করলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা। সাফ জানালেন, অন্যান্য দেশগুলির তুলনায় ভারতে রাষ্ট্র-মদতপুষ্ট সন্ত্রাসের হার অনেক বেশী।
মঙ্গলবার দিল্লীতে ইন্ডো-প্যাসিফিক আলোচনাসভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করেন সুনীল লামবা। ভারত এবং প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে সাম্প্রতিককালে বেড়ে চলা সন্ত্রাসবাদী ঘটনা সম্পর্কে নৌসেনা প্রধানের মন্তব্য, ‘গত কয়েক বছরে ইন্ডো–প্যাসিফিক অঞ্চলে বিভিন্ন ধরনের নাশকতা হয়েছে। আর এই অংশের খুব অল্প সংখ্যক দেশই তা থেকে রক্ষা পেয়েছে। সন্ত্রাসের যে বিশ্বায়ন গত কয়েক বছরে হয়েছে তার ফলে আতঙ্ক আরও বেড়েছে’।
এছাড়া পাকিস্তানের নাম না করে পুলওয়ামা হামলায় তাদের যোগাযোগের ইঙ্গিত দিয়ে লানবা বললেন, ‘মাত্র তিন সপ্তাহ আগেই জম্মু–কাশ্মীরে চরমপন্থীদের দ্বারা ভয়াবহ নাশকতা প্রত্যক্ষ করেছি আমরা। ওই হিংসা যে চরমপন্থীরা ঘটিয়েছিল তারা এমন একটি রাষ্ট্রের মদতপুষ্ট, যারা ভারতকে অস্থির করার চেষ্টা করে।
নৌসেনা প্রধানের মতে, হামলা চালানোর ধাঁচ বদলিয়ে সমুদ্রপথেও হামলার প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গীরা। সেজন্য নৌবাহিনীকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন নৌসেনা প্রধান।
