ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হারের হ্যাটট্রিক করেছে রিয়াল মাদ্রিদ। এরইমধ্যে চারদিনের ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে দু’বার হেরেছে। তারপর আজ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এজাক্সের মুখোমুখি হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র-বেনজেমারা। এই প্রতিযোগিতার ফলের উপরেই নির্ভর করছে কোচ সান্তিয়াগো সোলারির ভবিষ্যৎ। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাঁর উপর আর কতদিন ভরসা রাখতে পারেন সেটাই এখন দেখার। উল্লেখ্য, রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছিল এজাক্সকে। তাই মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি পর্বের ম্যাচ ০-১ গোলে হারলেও কোয়ার্টার-ফাইনালে পৌঁছবে গত তিনবারের চ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচে কার্ড সমস্যায় সার্জিও র্যামোস নেই।
কেন এই দুর্দশা হল রিয়াল মাদ্রিদের? নির্ভরযোগ্য ক্রোয়েশিয়ান মিডিও লুকা মদ্রিচ সাফ জানিয়ে দিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল ছাড়াই এর প্রধান কারণ। তাঁর মতে, ‘গড়ে প্রতি মরশুমে ৫০টি গোল করত রোনাল্ডো। তাই ওর অভাব তো আমরা প্রতি মুহূর্তে টের পাচ্ছি। চলতি মরশুমে রোনাল্ডোর অভাব পূরণ করার জন্য ফরোয়ার্ডদের বাড়তি দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু তারা তো সেই ভূমিকা পালন করতে পারছে না। কোপা দেল রে’র দু’টি এল ক্লাসিকোয় কী হল তা সবাই দেখেছেন। হোম ও অ্যাওয়ে ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করেও আমরা একটি’র বেশি গোল করতে পারিনি। একে ব্যর্থতা ছাড়া আর কীই-বা বলা যেতে পারে? ভিনিসিয়াস, করিম বেনজেমা, লুকাস ভাসকুয়েজদের মধ্যে চেষ্টার অভাব নেই। কিন্তু যে কোনও কারণেই হোক, আপফ্রন্টে বোঝাপড়ার অভাব মিটছে না। তাছাড়া গ্যারেথ বেলও ছন্দে নেই। তাই রোনাল্ডোর ক্লাব ছাড়াটাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি।’