লোকসভা ভোটের আগে বড়সড় ভাঙন বাম শিবিরে। এমনিতেও দলের কর্মী সমর্থকদের খুঁজে পাওয়া যায় না তার ওপর প্রায় ১০০ জন সিপিএম ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। আবারও প্রমাণিত হল বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই মানুষ আস্থা রাখে।
রবিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে অজিতবাস কলোনী প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃণমূল কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।
সিপিএম নেতা জালাউদ্দিনের নেতৃত্বে প্রায় ১০০ জন সিপিএম কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জালালুদ্দিন বলেন, সিপিএম-এর পঞ্চায়েত সমিতির সদস্য থাকাকালীন মানুষকে কোনও সুযোগ-সুবিধে দিতে পারিনি, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নজজ্ঞে সামিল হতে তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন৷ মানুষের জন্যে কাজ করতে, তাঁদের পাশে থাকতেই যে এই যোগদান এবং সেই কাজের একমাত্র পথপ্রদর্শক যে মমতাই তা বারবার ফিরে এল তাঁদের কথায়।