পুলওয়ামায় জঙ্গী হামলার পর ফুঁসছে গোটা দেশ। তার প্রত্যাঘাত দিতে যুদ্ধের জিগির তুলছে আমনাগরিকদের একাংশ। দেশজুড়ে চলা এমনই যুদ্ধের আবহে আরও কিছুটা মাত্রা যোগ করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই রবিবার আমেঠিতে গিয়ে ইন্দো-রাশিয়া যৌথ উদ্যোগে একে-২০৩ অ্যাসল্ট রাইফেল তৈরির প্রকল্প উদ্বোধন করেন তিনি। কিন্তু আজ জানা গেল, আগেই সেই কারখানায় কাজ শুরু হয়ে গিয়েছে! এবং তা সেই ইউপিএ জমানায়!
উত্তরপ্রদেশের আমেঠিতে করওয়ার অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হবে ইন্দো-রুশ যৌথ উদ্যোগে একে-২০৩ অ্যাসল্ট রাইফেলের অত্যাধুনিক কালাশনিকভ মডেল। গতকাল রাইফেল তৈরির কারখানার উদ্বোধনে গিয়েছিলেন মোদী। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, গত বার এই কেন্দ্রে রাহুলের কাছে হেরে যাওয়া স্মৃতি ইরানি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ইউপিএ আমলে।
এদিন সকালে মোদীর ওই প্রকল্প উদ্বোধনকে টুইটারে কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একটি টুইট করে তিনি বলেন, ২০১০ সালে ওই কারখানার শিলান্যাস করেছিলাম। অনেক দিন ধরেই ওখানে ছোটোখাটো অস্ত্র তৈরি হচ্ছে। কিন্তু মোদী তাঁর স্বভাবসিদ্ধ আচরণে গতকাল ফের মিথ্যে বললেন। আপনি কি লজ্জিত নন! উল্লেখ্য, দিন কয়েক আগেও এক জনসভায় মোদীকে কটাক্ষ করে রাহুল বলেছিলেন, তিনি এমন একটি ভিডিয়ো খুঁজছেন যেখানে কোনও একটি ‘সত্যি’ কথা বলেছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, রাহুলের গড় বলে পরিচিত আমেঠিতে কারখানার উদ্বোধনের পরে এক সভায় নাম না করে কংগ্রেস সভাপতিকে বিঁধতে গিয়ে মোদী বলেন, ‘আমি কারও নাম করছি না। কিন্তু তিনি প্রতিশ্রুতি দেন। সব জায়গায় ঘুরে ঘুরে বলেন, প্রতিশ্রুতি দিয়ে না কি পালন করেন, মিথ্যা বলেন না। কিন্তু উনিও অনেক বড় মিথ্যা বলেন।’ এরপর প্রতিরক্ষামন্ত্রীকে দেখিয়ে মোদী বললেন, ‘দেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।’ অনুষ্ঠানে কালাশনিকভ রাইফেলের নাম বলতে গিয়েও বার দুয়েক হোঁচট খান প্রধানমন্ত্রী!
অন্যদিকে, প্রধানমন্ত্রীর মুখে ‘উনিও অনেক বড় মিথ্যা বলেন’ শুনে বিস্মিত কংগ্রেস নেতাদের কটাক্ষ, “এটি কি নরেন্দ্র মোদীর স্বীকারোক্তি না আক্রমণ? ‘উনিও বলেন’ বলে মোদী তো স্বীকার করেই নিলেন যে উনি নিজেও মিথ্যা বলেন!’’ নির্মলা প্রসঙ্গেও সরব বিরোধীরা। তাঁরা বলছেন, ক’দিন আগে তামিলনাড়ুতে গিয়ে নির্মলাকে প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী বলে দাবি করেছিলেন মোদী। যেটি সম্পূর্ণ ভুল। এবারে তো একধাপ এগিয়ে নির্মলাকে প্রথম প্রতিরক্ষামন্ত্রী বানিয়ে ফেললেন মোদী! শুধু কংগ্রেসই নয়, এ নিয়ে সমালোচনায় মুখর অন্যান্য বিরোধী দলগুলিও।