বাংলার হাল ধরার পর থেকেই সাধারণ মানুষের যে কোনও সমস্যাতে পাশে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাধান করেন তাঁদের যাবতীয় সমস্যার। সেইমতই গত ১৫ জানুয়ারি জাতীয় আর্মি দিবসের দিন জম্মুর পুঞ্চ সেক্টরে পাক স্নাইপারের ছোঁড়া গুলিতে নিহত হন হাওড়ার সালকিয়ার বাসিন্দা বিএসএফ জওয়ান বিনয় প্রসাদের পাশে দাঁড়াল মমতার সরকার।
রবিবার সালকিয়ার ডবসন রোডে বিনয়ের বাড়িতে রাজ্যে সরকারের তরফে আর্থিক সাহায্যের পাশাপাশি বাড়ির একজনকে রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিরও প্রতিশ্রুতি দেন মন্ত্রী অরুপ রায়। সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, জেলাশাসক চৈতালি চক্রবর্তী প্রমুখ। মন্ত্রী অরুপ রায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ পরিবারকেও সাহায্যের কথা ঘোষণা করেহিলেন, সেই কথাই আজ রাখা হল।
শহীদ জওয়ানের স্ত্রী বিদ্যা জানিয়েছেন, “বিনয়ই ছিলেন বাড়ির একমাত্র রোজগেরে সদস্য। তার মৃত্যুর পরে অথৈ জলে পড়ে গিয়েছিল গোটা পরিবার”। তাঁর মা শকুন্তলা দেবী জানান, “ এক বছর আগে ছেলে জম্মুতে বদলি হয়,তারপর থেকেই চিন্তায় থাকতাম। ছেলের মৃত্যুর পরে রাজ্য সরকার যেভাবে আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে তাতে আমরা অভিভূত”।