মানুষ মাত্রেই ভুল হয়। আর সেই ভুলের মাশুলও দিতে হয় তাকেই। তবে ভুল স্বীকার করে নেওয়াটা কিন্তু মোটেও ভুল কাজ নয়। তাই নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন ব্রাজিল দলের কোচ টিটে। এখনও পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে কেবল একটিই বড় টুর্নামেন্ট খেলেছেন টিটে। আর সেটা হল বিশ্বকাপ। রাশিয়ায় বিশ্বকাপের পর খালি হাতেই দেশে ফিরেছিল টিটের দল। এবং টিটে স্বীকারও করেছিলেন ফিরমিনোকে সময় কম দেওয়া এবং জেসুসকে সময় বেশি দেওয়াটা ভুল ছিল। স্বীকার করেছিলেন পাউলিনহো এমন বড় মঞ্চের জন্য যথেষ্ট ছিল না।
তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন টিটে। বিশ্বকাপের পর কয়েকটি প্রীতি ম্যাচেও তিনি রেখেছিলেন এমন কিছু খেলোয়ারকে যা অনেকের চোখেই ছিল অবাক করার মত। তবে কোপা আমেরিকার আগে যখন দল নির্বাচনের গুরুত্বটা আরও বেড়ে গেছে, তখনই তিনি দল ঘোষণা করলেন দুটি ম্যাচের জন্য। আর এই দুটি ম্যাচের জন্য ঘোষিত দলটি যেন একেবারেই নিঁখুত হয়ে গেল।
দলে গোলকিপার হিসেবে রয়েছেন অ্যালিসন, এডারসন, ওয়েবারটন। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন ফিলিপ লুইস, আলেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্কুইনহোস, এডার মিলিতো, দানি আলভেস, দানিলো। মাঝমাঠে থাকছেন কুটিনহো, পাকুয়েতা, ক্যাসিমিরো, ফ্যাবিনহো, আর্থার, অ্যালান। আর ফরোয়ার্ড হিসেবে রয়েছে ভিনিসিয়াস, রিচারলিশন, ফিলিপ এন্ডারশন, এভারটন, ফিরমিনো এবং জেসুসের নাম।
খেলোয়াড় তালিকার দিকে নজর দিলে দেখা যাচ্ছে নেইমার অনুপস্থিত। আসলে ইনজুরির কারণেই দলে নেই নেইমার। তাঁর পরিবর্তে ডাক পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ১৮ বছরের এই তারকা এই মরশুমে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ খেলেছেন। সে কারণেই এবার ডাক পেলেন দলে। এসি মিলানে দুর্দান্ত সময় কাটানো লুকা পাকুয়েতাও এসেছেন দলে। দলে ফিরেছেন দানি আলভেসের মতো অভিজ্ঞ খেলোয়াড়ও।
টিটে এবার যে দলটি ঘোষণা করেছে, তা তাঁর কোচিং কেরিয়ারে ব্রাজিলের সবচেয়ে সেরা দল হল কিনা, এখন সে নিয়েই চলছে নানা বিশ্লেষন। দলে কেবল নেইমারই নেই। এছাড়া প্রতিটা পজিশনেই সেরা সেরা সব তারকাদের নিয়েছেন টিটে। যা নতুন করে আশা দেখাচ্ছে ব্রাজিলকে। আর টিটের এই দলের হাত ধরেই ফের জোগা বোনিতো ফিরুক, এমনটাই চাইছেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা।