যাত্রী সুবিধার দিকে বরাবরই নজর দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্দেশ্যে তিনি এনেছেন বেশ কিছু নতুন বাস। এবারে যাত্রী পরিবহন আরো সহজ করতে এবং কলকাতার প্রাচীন ঐতিহ্য ট্রামকে আরও স্বাছন্দ্যের করে তুলছেন মমতা। সেই লক্ষ্যেই চালু হতে চলেছে এসি ট্রাম। গত ২৫শে ফেব্রুয়ারি দু’টি এক বগির এসি ট্রামের সূচনা হয়।
এই নতুন ট্রামগুলির আসন সংখ্যা ৩২। এই ট্রামগুলো নোনাপুকুর ট্রাম ডিপোতে তৈরী করা হয়েছে। এই ট্রামে ৫.৫ টন এসি লাগানো হয়েছে। থাকছে এলইডি বালব এবং পাখাও। জানালায় থাকছে পর্দা। ট্রামে নিউম্যাটিক দরজা থাকছে যেটা ট্রামচালক নিয়ন্ত্রণ করবেন। ঐতিহ্যের কথা মাথায় রেখে থাকবে কন্ডাক্টরদের বাজানোর বেলও।
এর আগেও প্রমোদ ভ্রমণের জন্য চরৈবেতি এবং রূপসী বাংলা নামক দুটি এসি ট্রাম চালু করেছিল পরিবহণ দপ্তর। নতুন টএসি ট্রামের রুটগুলি খুব শীঘ্র চূড়ান্ত করা হবে। ভাড়াও তখন নির্ধারণ করে হবে। সব মিলিয়ে ঐতিহ্যবাহী ট্রাম এবার নতুন ভাবে ঘুরবে শহরের বুকে।