পাকিস্তানের মাটিতে দুদিনেরও বেশি সময় কাটিয়ে অবশেষে গতকাল রাত ৯.২১ মিনিটে ভারতের মাটিতে পা রাখলেন বায়ুসেনার উইং কমান্ড্যার অভিনন্দন বর্তমান। গোটা দেশ অপেক্ষায় ছিল সেই চরম মুহূর্তের, কখন ঘরের ছেলে ঘরে ফিরবে। ভারতে ফিরে এই বীর যোদ্ধা জানালেন, “ফিরতে পেরে খুব ভাল লাগছে”।
গোটা দেশ প্রহর গুনছিল কখন ঘরে ফিরবেন দেশের এই বীর সন্তান। তাঁর ফিরে আসা নিয়েও দিনভর কম নাটক হয়নি। সকালেই খবর আসে ইসলামাবাদ থেকে সড়কপথে লাহৌরে নিয়ে আসা হচ্ছে অভিনন্দনকে। দুপুর ২টো নাগাদ ভারতের হাতে তুলে দেওয়া হবে তাঁকে। কিন্তু সেই সময়ও পেরিয়ে যায়। ফের জানা যায়, সাড়ে ৩টে নাগাদ অভিনন্দন দেশে ফিরছেন। সেই সময়ও অতিক্রান্ত হয়ে যায়। অবশেষে রাত ৯টার পর ওয়াঘা সীমান্ত থেকে নীল ব্লেজার, সাদা জামা এবং ধূসর প্যান্টে হেঁটে আসতে দেখা যায়। দেশের মাটিতে পা রাখলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন। স্বস্তি নেমে এল গোটা দেশে।
অভিনন্দন একসময় খাদাকাওয়াসালায় ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি আগে সুখোই ৩০ যুদ্ধবিমান চালাতেন। পরে তাঁকে মিগ ২১ বাইসন স্কোয়াড্রনের দায়িত্ব দেওয়া হয়। পাকিস্তানে বন্দি হওয়ার পরে তাঁর একটি ভিডিও প্রকাশ করে সেদেশের সরকার। তাতে দেখা যায়, তাঁর চোখ বাঁধা আছে। তিনি নিজের নাম ও সার্ভিস নম্বর উল্লেখ করছেন। পরে আর একটি ভিডিওতে দেখা যায়, অভিনন্দন চা পান করছেন। তিনি বলছেন, আমার সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনীর কর্মীরা ভদ্রলোক।
তাঁকে অভিনন্দন জানিয়ে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সচিন তেণ্ডুলকর টুইট করেছেন, হিরো মানে শুধু একটি চারটি অক্ষরের শব্দ নয়। এদেশে হিরো সাহস, আত্মত্যাগ ও অধ্যবসায়ের মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন। গত বুধবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়েছিল পাকিস্তানের বিমান। বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের পালটা আক্রমণে একটি শত্রু বিমান ধ্বংস হয়। পরে পাকিস্তানের গোলায় তাঁর মিগ ২১ বিমানটি ভেঙে পড়ে। অভিনন্দন পাকিস্তানে বন্দি হন। শুক্রবার রাতে তিনি ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে পা রাখেন। সারা দেশ বীরের সম্মান জানায় তাঁকে।