সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বড়মা বীণাপাণি ঠাকুর শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার দুপুরে কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ভর্তি হন। মুখ্যমন্ত্রী বড়মার অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে ফোন করে তাঁর খবর নেন। শুক্রবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়মাকে হাসপাতালে দেখতে যান।
কফ ও শ্বাসকষ্টের সমস্যা তাঁর বহুদিনের। এমনি বার্ধক্যজনিত কারণে বেশিরভাগ সময় অসুস্থ থাকেন। গত কয়েকদিন ধরে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বড়মার রক্তে সোডিয়ামের পরিমাণ কমে গেছে। তাঁর বুকে কফ জমে আছে। মাঝে মাঝেই শ্বাসকষ্ট হচ্ছে। বড়মার জন্য চিকিৎসক মৃণ্ময় বারিকের নেতৃত্বে ১২ জনের বোর্ড গঠন করা হয়েছে।
বড়মার বড় বউমা সাংসদ মমতাবালা বলেন, “বড়মার অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ফোন করে বড়মার শারীরিক অবস্থার খবর নেন। শুক্রবার বড়মাকে দেখতে কল্যানীর হাসপাতালে এসেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক”।
বড়মা বীণাপাণী দেবীর বয়স একশো বছর অতিক্রম করে গেছে। ঠাকুরনগর ঠাকুরবাড়িতেই নিজের ঘরে বেশিরভাগ সময় থাকেন। তাঁর খেয়াল রাখেন তাঁর বড় বউমা সাংসদ মমতাবালা ঠাকুর। এর আগে বড়মা অসুস্থ হলে চিকিৎসার জন্য তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।