অপেক্ষার অবসান। ৫৪ ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখলেন বায়ুসেনার উইং কম্যাণ্ডার অভিনন্দন বর্তমান। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয় তাঁকে।
শুক্রবার সকাল থেকেই ওয়াঘা সীমান্ত জুড়ে ছিল সাজো সাজো রব। বীর জওয়ানকে বরণ করে নিতে জাতীয় পতাকা, ঢোল, শাঁখ নিয়ে হাজির ছিল জনতা। দূর থেকে অভিনন্দনকে আনার সেনা কনভয় নজরে আসতেই শুরু হয় উল্লাস। হাজার মানুষের ‘বন্দে মাতরম’, ‘জয় হিন্দ’ স্লোগানে ফেটে পড়ে সীমান্ত এলাকা। নিখুঁত তালে বেজে ওঠে ঢোল। মেডিক্যাল চেক-আপ এবং কিছু সরকারি কাজকর্ম শেষ করেই বিএসএফ-এর কনভয়ের সঙ্গে দেশের মাটিতে পা রাখবেন অভিনন্দন।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি পাক সেনার হাতে বন্দি হন তিনি। তারপর থেকেই প্রত্যেক মুহূর্তে দেশ জুড়ে ছিল শুধুই উৎকন্ঠা। অবশেষে কূটনৈতিক চাপে পাকিস্তানের সংসদে তাঁকে ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
গত ১৪-ই ফেব্রুয়ারি জঙ্গি হামলার ফলে প্রাণ হারায় ভারতের ৪০-এর বেশি সেনা জওয়ান। তারই জেরে ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বোমা ফেলে আসে পাকিস্তানের মাটিতে। তারপর দুই দেশের মধ্যে শুরু হয় আকাশ পথে উত্তর দেওয়ার পালা। তার জেরেই ধ্বংস হয় মিগ২১, যাতে ছিলেন অভিনন্দন। সারা দেশ আজ তাঁকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।
