৫৪ ঘণ্টা পর শুক্রবার বিকালে দেশ ফিরছেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। ফিরছেন নিজের ঘরে। তাই এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে সবার আগে টুইট করে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইসলামাবাদ থেকে বিমানে লাহোর আনা হয়েছে অভিনন্দনকে। সেখান থেকে সড়কপথে আনা হচ্ছে ওয়াঘা সীমান্তে। অভিনন্দনের কনভয় সীমান্তের কাছাকাছি আসতেই টুইট করেন মমতা। লেখেন, ‘স্বাগত অভিনন্দন বর্তমান। স্বাগত তোমায় শান্তির নীড়ে’।
অভিনন্দনকে অভিনন্দন জানাতে সকাল থেকে ওয়াঘা সীমান্তে হাজির হয়েছেন কয়েকশো মানুষ। ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সীমান্ত এলাকা। কেউ নিয়ে এসেছেন ভারতের পতাকা কেউ আবার ঢাক-ঢোল নিয়ে অভিনন্দকে স্বাগত জানাতে তৈরি। নিরাপত্তার কারণে ইতিমধ্যে বিটিং দ্য রিট্রিট বাতিল করেছে বিএসএফ। এর মধ্যেই লাহোর থেকে অভিনন্দনের কনভয় রওনা হতেই টুইটে অভিনন্দনকে স্বাগত জানালেন মমতা।