ঠিক সময়েই হবে লোকসভা ভোট৷ জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, নির্ধারিত সময়েই ভোট হবে৷
একইসঙ্গে নির্বাচন কমিশনরের তরফে জানানো হয়েছে, আগামী ৮ মার্চ নির্বাচন কমিশন ঘোষণা করবে নির্বাচনের নির্ঘন্ট। কত দফায় দেশের নির্বাচন হবে, বাংলায় কত দফায় নির্বাচন করাতে চায় কমিশন, সব জানা যাবে ৮ মার্চ। একইরকমভাবে জানা যাবে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে কোন তারিখে।
পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্কের অবনতির জেরে সীমান্তে এখন যুদ্ধের আবহ৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন ঠিক সময়ে হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু এদিনের মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্যের পর সব জল্পনার অবসান হল।
