ইউরোপে শুধু ফুটবল মরসুম নয়, চুরি-ডাকাতির মরসুমও চলছে!
চলতি মরসুমের শুরুতে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে খেলেছে বার্সেলোনা। জর্ডি আলবা বার্সার হয়ে ম্যাচটি খেলতে যখন মাঠে, তখন তাঁর বাড়িতে ডাকাতি হয়। পরে আলবা সম্ভবত কেভিন প্রিন্স বোয়াটেংকে দেখে নিজের দুঃখ ভুলেছেন। প্রায় দুই সপ্তাহ আগে লা লিগার ম্যাচে রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি হয়েছিল বার্সা। কাতালান ক্লাবটিতে নতুন নাম লেখানো বোয়াটেং সেই ম্যাচে প্রথম সুযোগ পান দলের একাদশে। খুশিমনে মাঠে বোয়াটেংয়ের মুখে শেষ পর্যন্ত হাসি টিকে থাকেনি। না, বার্সা হারেনি তবে বোয়াটেং মাঠে থাকতে তাঁর বাড়িতেও ডাকাতি হয়েছিল।
এবার আলবা-বোয়াটেং এক জোট হয়ে করিম বেনজেমাকে নিয়ে একচোট হেসে নিতে পারেন। বেনজেমার দল রিয়াল মাদ্রিদকে কাল বার্সেলোনা ৩-০ গোলে হারিয়ে কোপা ডেল রে থেকে বিদায় করেছে সে জন্য নয়, কারণটি সেই একই। কাল ‘এল ক্লাসিকো’ খেলতে বেনজেমা যখন মাঠে তখন তাঁর বাড়িতেও ডাকাতি হয়েছে! অবস্থা দেখে যে কেউ ভাবতে পারেন, স্পেনে চোর-ডাকাতেরা বেশ এক বুদ্ধি বের করেছে। তারকা খেলোয়াড়দের বাড়িতে চুরি-ডাকাতির মোক্ষম সময় কখন—যখন তাঁরা মাঠে থাকেন। এর আগে ২০১৮ সালে ফিলিপে কুতিনহোর বাড়িতেও চুরি হয়েছে। কদিন আগে নাপোলিতেও হয়েছে এমন ঘটনা।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, কাল এল ক্লাসিকো চলাকালীন বেনজেমার বাড়ি চুরি হয়েছে। স্প্যানিশ টিভি চ্যানেল ‘এল চিরিনগুইতা’ এ নিয়ে প্রতিবেদনও করেছে। পুলিশ তদন্ত শেষ না করায় এই ঘটনায় বেনজেমার কী পরিমাণ আর্থিক ক্ষয়-ক্ষতি হয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।