গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে আধাসামরিক বাহিনীর গাড়িতে জইশ জঙ্গীর আত্মঘাতী হামলায় শহীদ হন ৪৪ জনহ জওয়ান। সিআরপিএফ জওয়ানের কনভয়ে কি করে অন্য গাড়ি ঢুকে গেল, কিভাবে নিরাপত্তার এত গাফিলতি ঘটল প্রশ্ন ওঠে তাই নিয়ে। দেশের নিরাপত্তা কেন্দ্রের ব্যর্থতা প্রকাশ্যে চলে আসে। এই আবহেই ফের মুখ পুড়ল বিজেপির। বৃহস্পতিবার অভিনেতা এবং রাজনীতিবিদ পবন কল্যাণ দাবি করেন, “বিজেপি দুই বছর আগে তাকে বলেছিল যে লোকসভা নির্বাচনের আগেই যুদ্ধ হবে”।
কাদপা জেলায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন পবন কল্যাণ। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রাক্তন মিত্র পবন বলেন, “আমাকে বলা হয়েছিল দুই বছর আগে যুদ্ধ আসছে। আপনি আমাদের দেশের পরিস্থিতি কেমন তা এই থেকে বুঝতে পারেন”। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় এবং উভয় দেশকে ব্যাপক ক্ষতি হতে পারে। এখানেই না থেমে বিজেপির সর্বক্ষণ নিজেদের ‘দেশপ্রেমিক’ প্রমাণের ব্যর্থ চেষ্টাকেও কটাক্ষ করে তিনি বলেন, “দেশপ্রেম কেবল বিজেপির অধিকার নয়। আমরা তাদের চেয়ে দশগুণ বেশি দেশপ্রেমিক”।
পবনের এই বক্তব্যে প্রশ্ন ওঠে, কি করে দু’বছর আগেই এই ভবিষ্যৎবাণী করেছিল বিজেপি কর্তৃপক্ষ? তাহলে কি এই দু’বছর ধরেই আজকের পরিস্থিতির বীজ বুনছিল বিজেপি? এই যুদ্ধের আবহ এই উত্তপ্ত সীমান্ত সবই কি তাহলে ভোটের আগে কোনও রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হল? পবনের এই বক্তব্য সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে বিজেপির নামে।