ভারতীয় পাইলটকে গ্রেফতার করা হয়েছে বলে আগেই দাবি করেছিল পাকিস্তান। এদিন দুপুরে একটি ভিডিও প্রকাশ করে ফের সেই দাবি করে তারা। আজ দুপুর ২টো নাগাদ গভর্মেন্ট অফ পাকিস্তানের ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে বন্দী করে রাখা হয়েছে। সেই বন্দী ভারতের পাইলট উইং কমান্ডার অভিনন্দন বলে দাবি করে পাকিস্তান। এরপরই নয়াদিল্লী কার্যত স্বীকার করে নিল যে পাক যুদ্ধ বিমান মেরে নামানোর পর ভারতীয় বায়ুসেনার এক পাইলট নিঁখোজ।
বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানান, মঙ্গলবার ভোরে জইশ-ই-মহম্মদের জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান। কিন্তু সন্ত্রাসবাদ দমনের জন্য নয়াদিল্লীর সেই পদক্ষেপের বিরুদ্ধে বুধবার সামরিক প্রত্যাঘাত করে ইসলামাবাদ। পাক বায়ুসেনাকে ব্যবহার করে তারা ভারতীয় সামরিক প্রতিষ্ঠানের উপর হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু ভারতীয় বায়ুসেনাও সজাগ ছিল। তাই পাকিস্তানের যাবতীয় তৎপরতাকে সাফল্যের সঙ্গেই বানচাল করে দিয়েছে ভারত।
কিন্তু একইসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র এ-ও জানান যে, পাক ও ভারতীয় বায়ুসেনার সেই ‘এরিয়াল এনগেজমেন্টে’ পাক বায়ুসেনার একটি যুদ্ধবিমানকে মেরে নামিয়েছে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ বাইসন যুদ্ধ বিমান। সেটি পাকিস্তানের দিকেই পড়তে দেখা গিয়েছে। তবে এই ঘটনায় ভারতের একটি মিগ-২১ ধ্বংস হয়েছে। ওই বিমানের পাইলট নিঁখোজ। পাকিস্তান দাবি করেছে, ওই ভারতীয় পাইলট তাদের হেফাজতে রয়েছে। নয়াদিল্লী এ ব্যাপারে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।