রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের এক অধ্যাপিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য করেছেন। সিঁথি থানায় এই ঘটনার জন্য অভিযোগ করেছেন তৃণমূলের ২ নম্বর ওয়ার্ডের কার্যনির্বাহী সভাপতি সৃজন বসু।
সৃজনবাবু লিখিত অভিযোগে বলেছেন, গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরূপ কুরুচিকর মন্তব্য করছেন। শুধু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই নয়, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডের বিরুদ্ধেও এমন মন্তব্য করেছেন।
এই প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি দেবাশিস সরকার জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে”। সোশ্যাল মিডিয়ায় এহেন ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তৃণমূলের পক্ষ থেকে ওই অধ্যাপিকার বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার অনুরোধ করা হয়েছে।