দিল্লীর যন্তর মন্তরের ধর্না এবং শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকের পর এবার মোদী হঠাওয়ের পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করতে আজ বুধবার বৈঠকে বসছে দেশের বিজেপি বিরোধীরা। এদিনের বৈঠকেও মধ্যমণি সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। মমতার পাশাপাশি হাজির থাকবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-সহ একঝাঁক বিরোধী নেতা। মোদী বিরোধীতার পরিকল্পনা তৈরিতে আজ বিরোধীদের বৈঠকটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোণঠাসা করতে কর্মসংস্থান, রাফাল, নোটবন্দীর মতো ইস্যুর পাশাপাশি পুলওয়ামার জঙ্গী হামলার বিষয়টি নিয়েও সরব হয়েছে বিরোধীরা। ইতিমধ্যেই ক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ। এই কঠিন সময়ে কীভাবে রাজনৈতিকভাবে মোদীর মোকাবিলা করা হবে, আজকের বিরোধী বৈঠকে তা অন্যতম আলোচনার বিষয় হতে পারে বলেই মনে করা হচ্ছে। বৈঠকে যোগ দিতে গতকাল বিকালেই দিল্লী পৌঁছেছেন তৃণমূলনেত্রী।
অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে সিপিএমকেও আসার আমন্ত্রণ জানানো হলেও সিপিএম সেখানে থাকবে না বলেই ঠিক করেছে। আজ দুপুরে সংসদের অ্যানেক্সি বিল্ডিংয়ে এই বৈঠক হবে। কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী, মনমোহন সিং,আহমেদ প্যাটেল, গুলাম নবি আজাদের মতো নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। মায়াবতী, অখিলেশ যাদবরা নিজেরা না থাকলেও তাঁদের প্রতিনিধিরা থাকতে পারে বলে খবর।
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি যন্তর মন্তরে যে মোদী বিরোধী ধর্নার আয়োজন করা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, শরদ যাদব, চন্দ্রবাবু নাইডু, ফারুক আবদুল্লার মতো নেতারা। আবার গত ১৩ তারিখ দিল্লীতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাড়িতে মমতা, রাহুল, চন্দ্রবাবু, কেজরিওয়াল, ফারুক আবদুল্লারা বসে ঠিক করে নিয়েছেন ভোটের আগেই তৈরি হবে নূন্যতম সাধারণ এজেন্ডা। সেইমতোই আজকের এই বৈঠক ডাকা হয়ে বলে খবর।