‘দেশে ছায়া-যুদ্ধ চালাচ্ছেন মোদী। দেশে যুদ্ধ লাগিয়ে উনি শান্তি পুরস্কার নিচ্ছেন! ভাবখানা এমন যেন শান্তির সুদর্শন চক্র ঘোরাচ্ছেন! এই সব পুরস্কার ব্যবস্থা করে পাওয়া যায়।’ সোমবার ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামায় জঙ্গী হামলার পর দু’সপ্তাহও পেরোয়নি, কিন্তু তার মধ্যেই দক্ষিণ কোরিয়ার সোলে শান্তি পুরস্কার নিতে চলে গিয়েছিলেন মোদী। সেই ঘটনার তীব্র সমালোচনা করে গতকাল নজরুল মঞ্চে দলীয় বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, দেশে যুদ্ধ লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে শান্তি পুরস্কার নিচ্ছেন!
পুলওয়ামা-কাণ্ডের আগাম খবর কেন্দ্রের কাছে থাকা সত্ত্বেও যে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, গতকাল আবারও সেই অভিযোগ তুলে মোদীকে আক্রমণ করেন মমতা। একই সঙ্গে ভোটের মুখে ‘রক্ত নিয়ে রাজনীতি’ করতেই প্রধানমন্ত্রী বিপজ্জনক ভাবে জওয়ানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। মমতার প্রশ্ন, ‘বায়ুপথে না নিয়ে, রাস্তায় নিরাপত্তা নিশ্ছিদ্র না করে কেন জওয়ানদের ওই দিন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন মোদী? ভোটের রাজনীতি করবেন বলে?’
পাশাপাশি, কেন্দ্র সব জেনেও জওয়ানদের নিরাপত্তায় যে কোনও ব্যবস্থা নেয়নি, তার জন্য প্রধানমন্ত্রীকে ফের দোষারোপ করে মমতা বলেন, ‘সবাইকে বোকা বানিয়ে রাখবেন ভেবেছেন? সার্জিকাল স্ট্রাইক, যুদ্ধ যুদ্ধ খেলা খেলছেন?’ সেইসঙ্গে নিহত ৪০ জন জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি যে দেশ বরদাস্ত করবে না সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। জঙ্গী হামলার সময়ে মোদীর শুটিং করার ছবি কয়েক দিন আগেই প্রকাশ্যে এনেছে কংগ্রেস। তা নিয়ে মমতার খোঁচা, ‘পুলওয়ামার ঘটনার সময়ে কোথায় ছিলেন মোদীবাবু? আপনি তো আগেই সব জানতেন। আপনাদের কাছে খবর ছিল। তাও কেন ঘটল ওই ঘটনা?’