সোনার মেয়ে বলতে ঠিক যা বোঝায়। স্বপ্না বর্মন। ২০১৮-য় এশিয়ান গেমস-এ স্বপ্না সোনা জেতার পরই তাঁকে নিয়ে দেশের মানুষের গর্বের শেষ নেই।
দু’পায়েই ছ’টা করে আঙুল। কতই না প্রতিবন্ধকতা। কিন্তু সব সমস্যার প্রাচীর ডিঙিয়েই সাফল্যের সোনা রোদে বাংলাকে, ভারতকে আলোকিত করেছেন স্বপ্না বর্মন। এক্ষেত্রে তিনি অস্ত্র করেছেন কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও শৃঙ্খলাকে। গতবছর জাকার্তায় এশিয়াডের আসরে বছর একুশের বঙ্গতনয়া অ্যাথলিট দেশকে এনে দিয়েছিলেন সোনা, হেপ্টাথলনে। তার আগের বছরে, অর্থাৎ ২০১৭–য় ভুবনেশ্বরে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন জলপাইগুড়ি–কন্যা।
স্বপ্নার এই সাফল্যকেই এবার সেলুলয়েডের পর্দায় নিয়ে আসছেন সৃজিত মুখার্জি। বিশিষ্ট এই চিত্রপরিচালক জানিয়ে দিলেন, স্বপ্না বর্মনের বায়োপিক বানাচ্ছেন তিনি। প্রযোজনা করছে এসভিএফ। স্বাভাবিকভাবেই সবাই উদ্গ্রীব, স্বপ্নার ভূমিকায় কে অভিনয় করবেন, তা জানতে। হ্যঁা, পর্দায় স্বপ্না হয়ে উঠবেন অভিনেত্রী সোহিনী সরকার। খুব তাড়াতাড়িই তিনি প্রস্তুতি শুরু করবেন ‘স্বপ্না’ হয়ে উঠতে। সৃজিত জানিয়েছেন, ‘স্বপ্না শুধু বাঙালির গর্ব নয়, দেশের গর্ব। ২১ বছর বয়সেই ওর যা অর্জন আর তার জন্য যে লড়াই, সেটা অবিশ্বাস্য। আমার ছবিটা স্বপ্নার জীবন, লড়াই আর ওর সাফল্যর ওপরেই প্রধানত আলো ফেলবে’। কিন্তু স্বপ্নার বায়োপিকের নাম কী হবে? সেটা অবশ্য জানাননি সৃজিত।