আজ ভারতের সাফল্যের দিন। আজ ভোরবেলাতেই নিয়ন্ত্রণরেখা পার করে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গীঘাঁটিগুলির ওপরে ১২টি মিরাজ–২০০০ যুদ্ধবিমান নিয়ে ১০০০ কেজি বোমাবর্ষণ করেছে বায়ুসেনা। নিকেশ হয়েছে কমপক্ষে ৩০০ জঙ্গী। তার কয়েক ঘন্টার মধ্যেই ফের পাকিস্তানের ছক বানচাল করল ভারতীয় সেনা।
গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনা। সকাল ১১টা নাগাদ গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন নজরে আসে সেনার। প্রায় সঙ্গে সঙ্গেই সেটা গুলি করে নামায় ভারতীয় সেনা। স্বাভাবতই ফের সাফল্য পেল ভারতীয় বায়ু সেনা।
ভোরেই পুলওয়ামা হামলার প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা। বালাকোট, চাকোটি এবং জইশ-ই-মহম্মদের তিনটি লঞ্চপ্যাড ধ্বংস করে দেয় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জইশের কন্ট্রোল রুমও। এর পর থেকেই তৎপরতা শুরু হয় পাকিস্তানে। পাকিস্তানও হামলা করতে পারে, এই আশঙ্কার হাই অ্যালার্ট জারি রয়েছে ভারতীয় সেনাবাহিনীতেও। ভোরে বায়ুসেনার প্রত্যাঘাতের কয়েক ঘণ্টা পরই গুজরাতের কচ্ছ সীমান্তে ড্রোন পাঠায় পাকিস্তান। কিন্তু সেনা অত্যন্ত সতর্ক থাকায় পাকিস্তানের ছক বানচাল হয়েছে। ভারতীয় বায়ুসেনার অভিযানের কথা স্বীকার করে নিয়েছেন পাক সেনাপ্রধানও।
আজ ভারতীয় বায়ুসেনার এই সাফল্যের খবর পাওয়া মাত্রই এই সফল বিমান হামলার তারিফ করে ভারতীয় বায়ুসেনাকে প্রশংসায় ভারিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় বায়ুসেনাকে তারিফ করে বললেন, ‘আইএএফ-এর অর্থই হল ইন্ডিয়াস অ্যামেজিং ফাইটার্স। জয় হিন্দ’। মমতার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু মারাঠা স্ট্রং ম্যান তথা এনসিপি প্রধান শরদ পাওয়ারও। টুইট করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ও দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।