পুলওয়ামা কান্ডের পরে দেশ জুড়ে পাকিস্তানকে বয়কট করার দাবি চলছে। এই আবহেও পাকিস্তানকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালানোর জন্যে নিন্দার ঝড় উঠেছে ইমরান খানের বিরুদ্ধে। তবে এবার অত্যন্ত কদর্য ভাবে তাকে আক্রমণ করলেন বাবা রামদেব। তাকে ‘হিজড়ে’ বলে আক্রমণ করলেন রামদেব।
নয়াদিল্লিতে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য পেশ করার সময় সরাসরি প্রতিবেশী রাষ্ট্রের প্রতি তোপ দাগেন তিনি৷ পাকিস্তানে যোগ শেখানোর প্রস্তাব এলে কী করবেন রামদেব এই প্রশ্ন তাঁর দিকে ছুঁড়ে দেওয়া হলে রামদেব পাকিস্তান সম্পর্কে তাঁর চিন্তাভাবনা সরাসরি তুলে ধরেন। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি স্পষ্ট জানান, পাকিস্তানের জনসাধারণের সঙ্গে ভারতের কোনও শত্রুতা নেই, ভারতের শত্রুতা রয়েছে আইএসআইএশ, মাসুদ আজহার, হাফিজ সইদ, সন্ত্রাসবাদীদের সঙ্গে৷ ইমরান খানের মতো হিজড়েদের সঙ্গে শত্রুতা রয়েছে৷ তাঁর এই বক্তব্য নিয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ইমরান শক্তিহীন ব্যক্তি তাই তাঁর সম্পর্কে এই ধরণের কথা বলাই যায়৷ তাঁর মধ্যে আত্মসম্মান থাকলে এই ধরণের ঘটনা ঘটত না৷
উল্লেখ্য, রামদেবের এই মন্তব্যেও বেশ সমালোচনা চলছে চারদিকে। অনেকেরই বক্তব্য, এই ভাষায় কাউকে আক্রমণ করা যায় কি? কেউ কেউ বলেছেন বলেছেন এই ভাষায় কথা বলে নিজের মনের কদর্যতার প্রমাণ দিলেন রামদেব।