উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশে। বিজেপির চিন্তা বাড়িয়ে এই রাজ্যেও জোট বাঁধছেন অখিলেশ ও মায়াবতী। এখানেই শেষ নয়, উত্তরাখণ্ডেও জোট বাঁধছে সপা এবং বসপা। আজ সোমবার একটি প্রেস বিবৃতিতে একথা ঘোষণা করা হয়েছে।
আরও কয়েকটি লোকসভা আসনেও জোট হতে চলেছে বলে ওই প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। আজকের এই প্রেস বিবৃতি জাতীয় রাজনীতিকে সরগরম করে দেওয়ার জন্য যথেষ্ট।
জানা গেছে, উত্তরাখণ্ডের গাধওয়াল জেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে সমাজবাদী পার্টি। আর মধ্যপ্রদেশের তিনটি আসন বালাঘাট, থিকরি এবং খুজরাও থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বহেনজির দল। উল্লেখ্য, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ৩৭টি এবং বিএসপি ৩৮টি আসনে প্রার্থী দেবে। জোট করেই এই আসনবন্টন হয়েছে।
সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে ফের ক্ষমতায় আসার কথা বলে সবাইকে চমকে দিয়েছিলেন মুলায়ম সিং যাদব। আসলে বুয়া-ভাতিজার জোট তিনি মানতে চাননি। মুলায়মের দিন যে শেষ তা বুঝিয়ে দিতেই ফের এই জোট বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
