পুলওয়ামাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছিল আইইডি বোঝাই একটি লাল গাড়ি। ঘটনার তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই গোয়েন্দাদের নজর ছিল ওই গাড়িটির দিকে। কারণ ওই গাড়িটিই এই মুহূর্তে তদন্তের মূল কেন্দ্র। পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলার সিসিটিভি ফুটেজ এল এনআইএর হাতে। সেখানে দেখা মিলেছে একটি লাল ইকো গাড়ির। মনে করা হচ্ছে এই গাড়িতেই বিস্ফেরাক বোঝাই করে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল কনভয়ে।
পুলওয়ামা হামলার পরই অনুমান করা হয়েছিল একটি এসইউভি গাড়িতে বিস্ফোরক নিয়ে হামলা করা হয়ছে কনভয়ে। পরে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলা করা হয়েছে একটি লাল ইকো গাড়ির সাহায্যে। তাঁর বক্তব্য অনুযায়ী একটি লাল ইকো গাড়ি বারবার কনভয়ের সামনে ডানদিক-বাঁদিক করতে থাকে। অবশেষে সে কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে। ফলে যাবতীয় রহস্য ঘনীভূত হয়েছে গাড়িটিকে কেন্দ্র করে। গাড়িটির মালিক সম্পর্কে তথ্য পাওয়া গেলেই এই ভয়াবহ হামলা সম্পর্কে বেশ খানিকটা এগিয়ে যাওয়া যাবে এমনটাই মত ছিল গোয়েন্দাদের।
গোয়েন্দাদের অনুমান, ২০১০-১১ সালের মডেলের ওই গাড়িটিকে নতুন ভাবে রঙ করা হয়েছিল। বিস্ফোরণস্থল থেকে গাড়িটির যে সকার পাওয়া গিয়েছে সেটি থেকে গাড়িটি সম্পর্কে বেশকিছু তথ্য মিলতে পারে। হামলার ভিডিও ফুটেজের ওপরে ভিত্তি করে লাল ওই গাড়িটির মালিককে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ফুটেজে ধরা পড়েছে গাড়িটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে এক যুবক সম্ভবত সেই আত্মঘাতী জইশ জঙ্গি আদিল দার। তবে ১৪ ফেব্রুয়ারি হামলার পর থেকেই ওই গাড়ির মালিক এখনও বেপাত্তা।