গোরখপুরের সভা থেকে ৭৫,০০০ কোটি টাকার কৃষি প্রকল্পের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষি ঋণ মকুব না করে কৃষকদের নতুন প্রকল্পের আওতায় এনে এক প্রকার ঘুষ দিয়েছেন মোদী। এমনই অভিযোগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।
৭৫,০০০ কোটি টাকা কৃষি প্রকল্পের সাহায্য কৃষকদের ২০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। বলতে গেলে ভোট পেতে টাকা বিলি করার প্রকল্প চালু করেছেন মোদী। টাকার বিনিময়ে ভোট চাওয়ার সরকারের এই প্রকল্প অবিলম্বে বন্ধ করা উচিত বলে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন চিদম্বরম।
উত্তর প্রদেশের গোরখপুরে সভা করতে গিয়ে মোদি ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এই প্রকল্পে ২০১৯–২০ আর্থিক বর্ষে ক্ষুদ্র এবং মাঝারি চাষীদের চাষ করার জন্য তিন বারে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা দেওয়া হবে। এটাকেই ঘুষের সমান বলে কটাক্ষ করেছেন চিদম্বরম।
