গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে ভয়াবহ বিস্ফোরণে ৪৪ জন জওয়ানের মৃত্যুর পর সরগরম গোটা দেশ৷ কেউ যুদ্ধ চাইছেন, কেউ সম্পূর্ণ আস্থা রাখছেন শান্তিতে, আবার শহীদ জওয়ানের স্ত্রী যুদ্ধ না চাওয়ার কথা বললে কুৎসিত ভাবে আক্রমণ করা হচ্ছে তাঁকে৷ এমনকী সিআরপিএফ জওয়ানদের জাতি-ধর্ম নিয়েও চলছে কুৎসিত কথাবার্তা৷ শহিদ জওয়ানদের জাতি ও ধর্মের ভিত্তিতে ভাগ করে নামের একটি তালিকাও প্রকাশিত হয়েছে। তাই ফের গর্জে উঠল সিআরপিএফ।
সিআরপিএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ট্যুইট করে বলেন, ”সিআরপিএফ কোন জাত ধর্মের ভিত্তিতে ভাগ হয় না৷ আমাদের রক্তে কোনও ভেদাভেদ নেই”৷
শুক্রবার ট্যুইটারে এই বিষয়ে একটি পোস্ট করেন সিআরপিএফের প্রধান মুখপাত্র। তিনি লেখেন, ”আমরা, যাঁরা সিআরপিএফের সদস্য, তাঁরা কোনও জাত-ধর্ম-বর্ণে বিশ্বাসী নই৷ আমরা সবাই ভারতীয়৷ সেই ভারত মাতার সন্তান হিসেবে দেশের জন্য কাজ করি আমরা”৷
পুলওয়ামাকাণ্ডের পর থেকেই গোটা দেশজুড়ে একটা বিভেদের রাজনীতি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। তবে যাঁরা দেশের জন্যে, দেশকে বাঁচাতে নিজের পরিবার-পরিজনকে ছেড়ে পড়ে থাকে মৃত্যুক্ষেত্রে, যাঁরা ১৪ তারিখের ঘটনায় আকস্মিক ভাবে প্রাণ হারালেন ঘরে বসে থেকে তাঁদের নিয়ে এহেন আচরণে সত্যিই গ্রহণযোগ্য নয়৷