পুলওয়ামায় শহীদ পরিবারগুলির পাশে দাঁড়াতে আগেই নিজের ৩ মাসের বেতন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার টুইট করেই তিনি জানিয়েছিলেন, নিজের তিন মাসের বেতন সেনা কল্যাণ তহবিলে দান করবেন। সেই মতো শুক্রবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চেক কেটে নিজের তিন মাসের বেতন পাঁচ লক্ষ টাকা সেনা কল্যাণ তহবিলে দানও করেছেন অভিষেক। আর এবার রাজ্যের দুই শহীদের পরিবারকে একেবারেই ব্যক্তিগতভাবে সাহায্য করলেন তিনি।

প্রসঙ্গত, পুলওয়ামার জঙ্গী হামলায় বাংলার ২ শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্যের তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবরকমভাবে তাঁদের সাহায্য করা হচ্ছে। তারই মধ্যে ব্যক্তিগতভাবে দুটি পরিবারকে সাহায্য করলেন দলের যুব সম্পাদক অভিষেক। শনিবার শহীদ বাবলু সাঁতরা এবং সুদীপ বিশ্বাসের পরিবার ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে।
শনিবার বিকেলে নদিয়ার পলাশিপাড়ার হাঁসপুকুরিয়ায় শহীদ সিআরপিএফ জওয়ান সুদীপ বিশ্বাসের বাড়ি পৌঁছন তৃণমূলের সোশ্যাল সেলের যুগ্ম আহ্বায়ক তথা প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরি। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক তাপস সাহা। প্রথমে বাড়ির সামনে সুদীপের মালা দেওয়া ছবিতে শ্রদ্ধা জানান তাঁরা। এরপর সুদীপের মা মমতা বিশ্বাস এবং বাবা সন্ন্যাসী বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয় অভিষেকের তরফে পাঠানো ২ লক্ষ টাকার চেক। দলের তরফে সবরকমভাবে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।
পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো আগেই সুদীপ বিশ্বাসের পরিবারের সঙ্গে কথা বলে গিয়েছেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সদ্যই রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকার চেকও দেওয়া হয় তাঁদের। এরপর আবারও ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের ব্যক্তিগত অর্থ সাহায্য পৌঁছাল তাঁদের কাছে। সাংবাদিকদের দীপ্তাংশু জানিয়েছেন, দল এই বিপদের দিনে প্রত্যেকেটি শহীদ পরিবারের পাশে আছে।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এই সাহায্য পেয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শহীদ সুদীপ বিশ্বাসের পরিবার। সুদীপের নিকট আত্মীয় সমাপ্ত বিশ্বাস জানিয়েছেন, ‘উনি যে আমাদের কথা ভেবে, এভাবে সাহায্য পৌঁছে দিলেন এবং পাশে দাঁড়ালেন, তাতে আমরা কৃতজ্ঞ। ভরসাও ফিরে পাচ্ছি। সবরকমভাবে যে প্রশাসন আমাদের পাশে আছে, তা দেখে স্বস্তি বোধ করছি।’
অন্যদিকে, অভিষেকের তরফে উলুবেড়িয়ার শহীদ সিআরপিএফ জওয়ান বাবলু সাঁতরার পরিবারের হাতেও শনিবার ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। জওয়ানের বাড়ি গিয়ে আর্থিক সাহায্য দিয়ে আসেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী ডাঃ নির্মল মাজি, আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল এবং দীপ্তাংশু। গতকাল তাঁরা বাবলু সাঁতরার বাউড়িয়া চককাশীর বাড়িতে গিয়ে বাবলুর মা বনমালা সাঁতরা ও স্ত্রী মিতা সাঁতরার সঙ্গে কথা বলেন তাঁরা। বাবলু সাঁতরার মেয়ের পড়াশোনা বিষয়েও খোঁজখবর নেন।

গত বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ বাবলু সাঁতরার পরিবারের একজনকে সরকারি চাকরি ও ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। সেইমতো বৃহস্পতিবারই এই শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়। তাঁরা বাবলুর স্ত্রীকে চাকরি দেওয়ার কথা সরকারিভাবে পরিবারটিকে জানান। একই সঙ্গে পাঁচ লক্ষ টাকার চেকও তুলে দেন বাবলুর মায়ের হাতে। আর এবার ব্যক্তিগতভাবেই ওই দুই পরিবারের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দিয়ে নিজের মানবিকতার পরিচয় দিলেন অভিষেক।