বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদব যে বাংলোয় থাকতেন, এখন তাঁর দাবিদার উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। দাবিদার না বলে বলা ভালো দখল নিয়েছেন। সেই বাংলোর ভেতরে ঢুকে সুশীলের নাকি মনে হয়েছে এ এক বিলাসবহুল পাঁচতারা হোটেল। এহেন অবান্তর কথার যোগ্য যুক্তি দিয়ে তেজস্বী বিজেপির প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, “বিজেপি নেতারা যখন বাংলো ছেড়ে যান, তখন খুঁটিনাটি সবকিছুই নিয়ে যান। আমি তো তা করিনি”।
বিজেপির নিন্দনীয় রাজনৈতিক লড়াইয়ের জেরে ওই বাংলো ছাড়তে বাধ্য হন তেজস্বী। আর তারপরেই সুশীলের এই আক্রমণে চুপ থাকতে পারেননি তিনি। তিনি বলেছেন, “সুশীলজি আপনার কি মনে আছে, নীতীশ কুমার যখন আপনাদের মন্ত্রীদের বরখাস্ত করেছিলেন তখন কী হয়েছিল? আপনার দলীয় সহকর্মীরা বাংলোর খুঁটিনাটি জিনিসপত্র পর্যন্ত নিয়ে গিয়েছিলেন”।
সুশীল কুমার মোদীর বয়স নিয়েও কটাক্ষ করেন তেজস্বী। তিনি বলেন, সুশীলজি, আপনার সঙ্গে আমার বয়সের ব্যবধান অন্তত ৪০ বছর। আমি নতুন জেনারেশনের ছেলে। আমার চিন্তাভাবনা আপনার সঙ্গে মিলবে কেন? আমার ভাবনা বিহারকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আপনার মতো লোক সব কিছু নিয়ে জটিলভাবে চিন্তা করেন। আপনাদের মন সংস্কারাচ্ছন্ন।
তেজস্বী আরও যুক্তি দেখিয়ে বলেন, আমি যদি গরিবের জন্য রাজনীতি করি তার মানে এই নয় যে কোনও সাজানো গোছানো বাংলোয় আমার থাকা চলবে না। আপনার বাবা ও ঠাকুরদারই কি কেবল ভালোভাবে থাকার অধিকার আছে? আমি বাংলোয় সব সময় চৌপল অর্থাৎ মিটিং করি। আমার বাড়ির দরজা সকলের জন্য খোলা থাকে