মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় ভুয়ো খবর ও ধর্মীয় বিদ্বেষ রুখতে কঠোরতম ব্যবস্থা নিল রাজ্যে ও কলকাতা পুলিশ। নেওয়া হয়েছে নানারকম প্রচারমূলক ব্যবস্থাও মাইকে প্রচার করা হচ্ছে, লিফলেটও বিলি করা হচ্ছে। এবং তাতে কাজও হচ্ছে। এবার গুজবের জেরে গণপিটুনির মত ঘটনা আটকাতে আজ নবান্নে ডাকা হয়েছিল উচ্চ পর্যায়ের বৈঠক ।রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, সমস্ত জেলার পুলিশ সুপার এবং কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা, হাওড়া এবং বিধাননগরের পুলিশ কমিশনারদের।
রাজ্যে বেড়ে চলা গুজব ও তার জেরে গণপিটুনি রুখতে এবার নবান্নেই তৈরি হচ্ছে মনিটারিং সেল। এই মনিটারিং সেলে বিভিন্ন জেলার এসপি এবং বিভিন্ন কমিশনারেটের সিপিদের সঙ্গে বৈঠক করবেন ডিজি। এখান থেকেই জেলার থানাগুলির সাইবার ক্রাইম সেলের সঙ্গে যোগাযোগ রাখা হবে। কোনও জেলায় কোনও গুজব রটানো হচ্ছে কি না, সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হবে রাজ্য পুলিসের কন্ট্রোল রুম থেকে। কী ধরনের গুজব রটছে সেদিকেও লক্ষ্য রাখা হবে। জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
কলকাতার পুলিশ কমিশনার পদে দায়িত্ব নিয়ে অনুজ শর্মা জানিয়েছেন, কাশ্মীরিরা শহরের যেখানে যেখানে থাকেন সেখানে সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সন্ধেবেলাও কলকাতার নতুন নগরপাল জানিয়েছিলেন ২২টি ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়িয়ে যে ঘটনা ঘটছে তা রুখতেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছিলেন অনুজ। আর শনিবার বৈঠক করে গণপিটুনির ঢেউ রুখতে জেলায় জেলায় সেই বার্তা পৌঁছে দিতে চাইছে নবান্ন।