রাজ্যে বেড়ে চলা গুজব ও তার জেরে গণপিটুনি রুখতে এবার নবান্নেই তৈরি হচ্ছে মনিটারিং সেল।
শনিবার নবান্ন সূত্রে জানা গেছে, এই মনিটারিং সেলে বিভিন্ন জেলার এসপি এবং বিভিন্ন কমিশনারেটের সিপিদের সঙ্গে বৈঠক করবেন ডিজি। এখান থেকেই জেলার থানাগুলির সাইবার ক্রাইম সেলের সঙ্গে যোগাযোগ রাখা হবে। কোনও জেলায় কোনও গুজব রটানো হচ্ছে কি না, সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হবে রাজ্য পুলিসের কন্ট্রোল রুম থেকে। কী ধরনের গুজব রটছে সেদিকেও লক্ষ্য রাখা হবে। জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই গুজব ছড়িয়ে পড়ছে। তাই প্রশাসনকে কড়া হাতে গুজব রোখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে ২৪ টি সাইবার ক্রাইম থানা তৈরি হয়েছে। রাখা হয়েছে একটি অতিরিক্ত সাইবার সেলও। সেখানে নানা ধরণের সন্দেহজনক পোস্ট ও ভাইরাল লেখা যাচাই করবে পুলিশ। সেই জন্য ইন্টারনেটে নানা ধরণের গতিবিধির উপর নজরদারি চালানো হবে। যেহেতু এটি সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত, তাই এই বিষয়ে জেলায় জেলায় শক্তিশালী সাইবার ক্রাইম শাখা তৈরির নির্দেশও দেওয়া হবে বলে খবর। এর আগে, ফুলবাগান এলাকায় গুজবের জেরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে। সেক্ষেত্রেও শিশুচোর সন্দেহে একটি লোককে মারধর করা হয়। পরে ঘটনার অভিযোগ জমা পড়ে ফুলবাগান থানায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরে পুলিশ ১৭ জনকে গ্রেপ্তারও করেছে।
