শিবসেনার সঙ্গে জোট নিয়ে এখনও অস্বস্তি কাটেনি গেরুয়া শিবিরের। এর মধ্যেই বিজেপির উদ্বেগ বাড়িয়ে এনডিএ ছাড়ার হুমকি দিল উত্তরপ্রদেশের আপনা দল। ফলে লোকসভা ভোটের আগে নতুন করে বেকায়দায় পড়ল বিজেপি।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ও আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, ‘আমাদের কয়েকটা ইস্যু বিজেপি নেতাদের জানিয়েছিলাম। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিলেও, ওঁরা গুরুত্ব দেননি। এতেই বোঝা যাচ্ছে, শরিকদের নিয়ে ওঁদের আগ্রহ নেই। সুতরাং, এখন থেকে আপনা দল স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেবে’। অনু্প্রিয়ার স্বামী ও আপনা দলের প্রেসিডেন্ট আশিস প্যাটেল বলেন, ‘উত্তরপ্রদেশের বিজেপি–কে তাদের মনোভাব বদল করতে হবে। ২৮ ফেব্রুয়ারি বসবে দলের কোর কমিটি। সেখানেই ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক হবে’। সম্প্রতি নিজেদের ক্ষোভ জানাতে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া মোদির গাজিপুরের সভায় গরহাজির ছিলেন। তখন থেকেই জোটের বড় শরিক বিজেপির সঙ্গে আপনা দলের মন কষাকষি চলছিল।
ইতিমধ্যে উত্তরপ্রদেশে এনডিএ-র আরেক শরিক সুহেলদেব ভারতীয় সমাজ পার্টিও বেগ দিচ্ছে বিজেপি-কে। দলের নেতা ও উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর পিছড়েবর্গ কল্যাণ দপ্তর থেকে পদত্যাগ করেছেন। রাজভরের অভিযোগ, তাঁর সুপারিশ উপেক্ষা করা হয়েছে। সংবাদমাধ্যমের খবর, এনডিএ ছেড়ে সপা-বসপা কিংবা কংগ্রেসের সঙ্গে যেতে পারে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। এবার সরাসরি জোট ছাড়ার হুমকি এল আপনা দলের কাছ থেকেও।
